ঢাকা   শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

যতবার সরকারে এসেছি ততবার শ্রমিকদের মজুরি বাড়িয়েছি

যতবার সরকারে এসেছি ততবার শ্রমিকদের মজুরি বাড়িয়েছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৯৬ সালে বিরোধী দলে থাকাকালে আমি শ্রমিকদের দেখেছি, তাদের মজুরি ছিল মাত্র ৮০০ টাকা। তখন সরকারে এসে আমরা মজুরি বাড়িয়েছিলাম। যতবার সরকারে এসেছি ততবারই মজুরি বৃদ্ধি করেছি। শ্রমিকদের আরো উপযুক্ত করে গড়ে তোলা আমাদের লক্ষ্য। গতকাল বুধবার (১ মে) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর মে দিবসকে প্রথমে শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিও দিয়েছিলেন। তিনি বলেন, মা যেমন একটা রুগ্ণ সন্তানকে বুকে নিয়ে লালন-পালন করে গড়ে তোলেন, ঠিক সেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর শূন্য হাতে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়ে সব কলকারখানা জাতীয়করণ করেন। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পদক্ষেপ নেন। তাদের কর্মসংস্থান যাতে ঠিক থাকে সে পদক্ষেপটাই তিনি হাতে নিয়েছিলেন। শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য মজুরি কমিশন গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মে দিবসের সরকারি ছুটি ঘোষণা করেন বঙ্গবন্ধু। এদেশে মানুষের মধ্যে যে বৈষম্য সে বৈষম্য তিনি দূর করতে চেয়েছিলেন। শেখ হাসিনা বলেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। আমরা সব সময় সেই পদক্ষেপ নিই। জাতির পিতা যখন দেশটাকে গড়ে তুলেছেন, তখন যে সব মালিক বাংলাদেশে ছিল শিল্প কলকারখানা মালিক তারা হবেন। আর যেগুলো মালিকানাবিহীন সেগুলো সরকার চালাবে। সে ব্যবস্থাও তিনি করেছিলেন, সরকারি খাতকেও গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেন, মাত্র নয় মাসের তিনি আমাদের একটি সংবিধান দেন। সংবিধানের ১৩ অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালা কী? সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। সেখানে যেমন সরকারি প্রতিষ্ঠার থাকবে, সমবায় হবে এবং বেসরকারি প্রতিষ্ঠান থাকবে। অর্থনীতিকে বহুমুখী করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, মানুষের জীবনমান উন্নত করার এটাই ছিল জাতির পিতা লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছেন। সরকারপ্রধান বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা সরকার গঠন করে আমাদের প্রধান কাজ হলো মানুষের কল্যাণ করা। সেই প্রচেষ্টাই আমরা হাতে নিয়েছিলাম। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ২০০৮ নির্বাচনের ইশতেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান সচিব মো. মাহবুব হোসেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহীম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি আরদাশীর কবির, জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান।

আজ শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

আজ শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিকেল ৫টায় এই অধিবেশন শুরু হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ১৫ এপ্রিল এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমান সংসদের কার্যউপদেষ্টা কমিটির এটিই হবে প্রথম বৈঠক। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। আজ অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমন্ডলী মনোনয়ন দেবেন। এরপর ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবদুল হাই মৃত্যুবরণ করায় শোক প্রস্তাব উত্থাপিত হবে। পরে সংসদের রেওয়াজ অনুযায়ী এই শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতবি করা হবে। চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে তার সম্মানে অধিবেশন মুলতবি করার রেওয়াজ রয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এই দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না। এর আগে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে গত ৩০ জানুয়ারি। প্রথম অধিবেশনের প্রথম দিন বিকেল ৩টায় জাতীয় সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২২টি। এ অধিবেশনে ২ টি বিল পাস হয়।

বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না : ওবায়দুল কাদের

বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ। দলটি আবার ক্ষমতায় গেলে বাংলাদেশকে রক্ত স্রোতে ভাসিয়ে দেবে বলে মন্তব্য করেছেন। ফখরুল সম্পর্কে নানান কথা শোনা যায়, ভেতরের কথা। বিএনপি নেতাদের কারো সাথে কারো মিল নেই। বিএনপির ভেতরেই যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট। নেতায় নেতায় ঝগড়া করে অন্যকে বলে। গতকাল বুধবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না। আজকে বিএনপি যে অবস্থায় আছে নিজেরাই নিজেদের জন্য ভাঙন ও পতনের জন্য দায়ী হবে। ঘরে এত শত্রু, বিএনপি ধ্বংসের জন্য বাইরের কোনো শত্রুর প্রয়োজন হবে না। সব মানুষই যদি ঐক্যবদ্ধ হবে তাহলে বিএনপি কেন নির্বাচনে এলো না? আজকে বেলা শেষ, বিএনপিরও বেলা শেষ।’ বিশাল এই সমাবেশে শ্রমিকদের কল্যাণে নেওয়া শেখ হাসিনার সরকারের পদক্ষেপ তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার শ্রমিকদের জন্য নিবেদিতপ্রাণ। আজকে ধাপে ধাপে গার্মেন্ট শ্রমিকদের মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা সর্বনিম্ন হয়েছে। আর বিএনপি আমলে আদমজী জুট মিল বন্ধ করে দিয়েছে। এ দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। বিএনপির হাতে রক্তের দাগ। ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্টের রক্তের দাগ। বাংলার শ্রমিক ও শ্রমিকদের রক্তের দাগ। এরা আবার ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দিবে রক্তস্রোতে।’ এ সময় গণতন্ত্র ও মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করা মার্কিন যুক্তরাষ্ট্রের এ নিয়ে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আরব বসন্ত এখন আমেরিকায়। ৪০টি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে। ক্যাম্পাসগুলো উত্তাল হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কে লাঠিপেটা করে, আর বলে ইটস এ পার্ট অব ডেমোক্রেসি। ইসরায়েল ৩৪ হাজার ফিলিস্তিনি মানুষকে হত্যা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিল। আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মুসলমানদের ফিলিস্তিনের হিটলারের কায়দায় একে একে হত্যা করছে। নারী-শিশু কেউ রেহাই পাচ্ছে না। মনে হয় হিটলারের চেয়ে জঘন্য এই নেতা নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ মনে হয় ওয়াশিংটনের হাতে নেই, নেতানিয়াহু মনে হয় সব কিছু।’ জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরুসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক কার্বন ক্রেডিটিংয়ের মাধ্যমে আয় সম্ভব : পরিবেশমন্ত্রী

আন্তর্জাতিক কার্বন ক্রেডিটিংয়ের মাধ্যমে আয় সম্ভব : পরিবেশমন্ত্রী

কার্বন নিঃসরণ কমাতে পারলে আন্তর্জাতিক কার্বন ক্রেডিটিংয়ের মাধ্যমে আয় করা সম্ভব হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ধান উৎপাদনে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে শুধু কার্বন নিঃসরণ কমানোই নয়, পানির ব্যবহার কমানোর মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহারের পথও সুগম হবে। গতকাল বুধবার (১ মে) রাজধানীর পরীবাগে মন্ত্রীর বাসভবনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সিসকোর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাবের হোসেন চৌধুরী বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সিসকো দেশের বরেন্দ্র অঞ্চলে প্রায় এক লাখ হেক্টর জমিতে সমন্বয়ের মাধ্যমে পাইলট প্রকল্প শুরুর কথা জানিয়েছে। আধুনিক প্রযুক্তির সহযোগিতায় পানির সংকট নিরসন করা গেলে এবং কার্বন নিঃসরণ কমাতে পারলে তাদের এই উদ্যোগকে সমর্থন করা হবে। তাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব প্রেরণ করতে বলা হয়েছে। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূগর্ভস্থ পানি হ্রাস এবং ডিকার্বনাইজেশনের প্রভাবের মতো সমস্যাগুলো মোকাবিলা করার সময় উৎপাদনশীলতা বাড়াতে কার্বন-হ্রাসকারী স্মার্ট কৃষি কৌশল বাস্তবায়নে বেসরকারি খাতের সম্পৃক্ততার এবং কৃষকদের গুরুত্ব তুলে ধরেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশের আবাসিক মিশনের প্রধান অর্থনীতিবিদ তাকাশি ইয়ামানো, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেব নাথ এবং সিসকোর ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসের টেক লিড অফ বাংলাদেশ দীনেশ পাল সিং প্রমুখ।

‘ফরিদপুরে বার্ন ইউনিট স্থাপন করা হবে শিগগিরই’

‘ফরিদপুরে বার্ন ইউনিট স্থাপন করা হবে শিগগিরই’

শিগগিরই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনসহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালকে আরও আধুনিকায়ন করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। গতকাল বুধবার (১ মে) দুপুরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অডিটোরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফরিদপুর, রাজবাড়ী ও শরিয়তপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, নানা ব্যস্ততার কারণে অনেক সময় নিয়মিত ভাবে সম্মেলন করা কঠিন হয়ে পড়ে। তবে দেরিতে হলেও সম্মেলনের মাধ্যমে ফরিদপুর, রাজবাড়ী ও শরীয়তপুর জেলা শাখার স্বাধীনতা চিকিৎসা পরিষদের নতুন কমিটি গঠনের প্রক্রিয়াকে তিনি সাধুবাদ জানাই। মন্ত্রী আরও বলেন, একজন ছাত্রের এমবিবিএস পাস করতে পাঁচ থেকে ছয় বছর সময় লেগে যায়। এরপর ইন্টার্নশিপ সম্পন্ন করে বিসিএস পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়া শেষে চাকরি পেতে অনেক সময় চলে যায়। তাই ডাক্তারদের চাকরিতে নিয়োগের বিষয়ে অন্য কোনো উপায় বের করা যায় কি না তা ভাবা দরকার। আন্তরিকভাবে রোগীদের সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, চিকিৎসা সেবায় যেন মানুষের আস্থার জায়গা তৈরি হয় সে বিষয়ে ডাক্তারদের সচেষ্ট থাকতে হবে। দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটুকে সভাপতি ও ডা. গণপতি বিশ্বাস শুভকে সম্পাদক করে ফরিদপুর স্বাচিপের কমিটি ঘোষণা করা হয়। ফরিদপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ এ সময় উপস্থিত ছিলেন।

শেষ হলো ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা

শেষ হলো ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা

সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রী ইঞ্জি. মোহাম্মদ আল ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গত মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তারা দুই দেশের মধ্যকার অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সৌদি সহকারী মন্ত্রী জানান, বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। তারা এখন কারিগরি বিষয় নিয়ে কাজ করছে এবং বাংলাদেশের কারিগরি দলের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে সৌদি সহকারী জ্বালানি মন্ত্রী বাংলাদেশকে তাদের জ্বালানি সহযোগিতার আগ্রহের কথা জানিয়ে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিলম্বিত অর্থপ্রদান পদ্ধতিতে অপরিশোধিত তেল কেনার যে প্রস্তাব দেয়া হয়েছে তা সৌদি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। একই দিনে উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের চিফ অব স্টাফ এবং বোর্ড অব ডিরেক্টর্সের সেক্রেটারি জেনারেল সাদ আল কোরডের সাথেও তার অফিসে বৈঠক করেন। এসময় পিআইএফ মহাসচিব উপদেষ্টাকে তার কার্যালয়ে স্বাগত জানিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। মহাসচিব পতেঙ্গা বন্দরে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তারা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী ৮০টি সৌদি কোম্পানির তালিকা শেয়ার করেন এবং পিআইএফ তাদের কোম্পানির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নমূলক যাত্রায় যোগ দেবে বলে আগ্রহ প্রকাশ করে। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

নামাজের সময়সূচি: ২ মে ২০২৪

নামাজের সময়সূচি: ২ মে ২০২৪

আজ বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ইংরেজি, ১৯ বৈশাখ ১৪৩০ বাংলা, ২২ শাওয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- নামাজের সময়সূচি > ফজর- ৪:০৫ মিনিট। > জোহর- ১১:৫৯ মিনিট। > আসর- ৪:৩১ মিনিট। > মাগরিব- ৬:৩২ মিনিট। > ইশা- ৭:৫০ মিনিট। > আজ সূর্যাস্ত- ৬:২৯ মিনিট। > আজ সূর্যোদয়- ৫:২৩ মিনিট। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো- বিয়োগ করতে হবে- > চট্টগ্রাম: -০৫ মিনিট। > সিলেট: -০৬ মিনিট। যোগ করতে হবে- > খুলনা: +০৩ মিনিট। > রাজশাহী: +০৭ মিনিট। > রংপুর: +০৮ মিনিট। > বরিশাল: +০১ মিনিট। তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ১২:০০ ভোর
যোহর ১২:০০ দুপুর
আছর ১২:০০ বিকেল
মাগরিব ১২:০০ সন্ধ্যা
এশা ১২:০০ রাত

ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪

দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সময় পিছিয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী শুক্রবার সকাল সাড়ে ১১টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ছয় দিনের থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরবেন। বুধবার (১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে প্রেস উইং থেকে বলা হয়েছিল, বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ২৯ এপ্রিল সকালে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় সফরের অংশ হিসেবে গত ২৪ এপ্রিল ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা। এই সফরকে ‘প্রতিবেশী’ নীতির ওপর বৃহত্তর ফোকাসের অংশ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি দুই দেশের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের গতিকে আরও নবায়নের চমৎকার সুযোগ করে দিয়েছে। এ ছাড়া, তিনি ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে ভাষণ দেন। এই অধিবেশনে দেওয়া ভাষণে তিনি সব বিশ্বনেতাকে যুদ্ধ, আক্রমণ ও আগ্রাসন বন্ধ করে সংঘাতকে ‘না’ বলার আহ্বান জানান।

শেষ হলো ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা

শেষ হলো ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা

সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রী ইঞ্জি. মোহাম্মদ আল ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গত মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তারা দুই দেশের মধ্যকার অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সৌদি সহকারী মন্ত্রী জানান, বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। তারা এখন কারিগরি বিষয় নিয়ে কাজ করছে এবং বাংলাদেশের কারিগরি দলের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে সৌদি সহকারী জ্বালানি মন্ত্রী বাংলাদেশকে তাদের জ্বালানি সহযোগিতার আগ্রহের কথা জানিয়ে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিলম্বিত অর্থপ্রদান পদ্ধতিতে অপরিশোধিত তেল কেনার যে প্রস্তাব দেয়া হয়েছে তা সৌদি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। একই দিনে উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের চিফ অব স্টাফ এবং বোর্ড অব ডিরেক্টর্সের সেক্রেটারি জেনারেল সাদ আল কোরডের সাথেও তার অফিসে বৈঠক করেন। এসময় পিআইএফ মহাসচিব উপদেষ্টাকে তার কার্যালয়ে স্বাগত জানিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। মহাসচিব পতেঙ্গা বন্দরে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তারা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী ৮০টি সৌদি কোম্পানির তালিকা শেয়ার করেন এবং পিআইএফ তাদের কোম্পানির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নমূলক যাত্রায় যোগ দেবে বলে আগ্রহ প্রকাশ করে। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ বিজেপির

নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ বিজেপির

জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার (১ মে) আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বিভিন্ন প্রদেশে সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র আওয়ামী লীগকে তারা আমন্ত্রণ জানিয়েছে। এতে আরও বলা হয়, ভারতে বিজেপি দীর্ঘদিন ধরে ক্ষমতায়। অন্যদিকে, বাংলাদেশে পরপর চারটি জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়লাভ করে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে। এই সময়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন পুরো পৃথিবীকে অবাক করেছে। ভারতের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানোর বিষয়টি তাৎপর্যপূর্ণ। পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র ভারত বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যে আস্থাশীল এবং আওয়ামী লীগকে যে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও তাদের প্রকৃত বন্ধু মনে করে, এই আমন্ত্রণ সেই ইঙ্গিতই বহন করে। বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণপত্রে তারা আওয়ামী লীগের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাতে অনুরোধ করেছে। এই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দলের তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ড. সেলিম মাহমুদকে আওয়ামী লীগ সভাপতি ভারত সফরে মনোনীত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সফরটি মূলত পাঁচ দিনের। ১ মে থেকে ৫ মে পর্যন্ত। সফরে আওয়ামী লীগ প্রতিনিধির সাথে বিজেপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে বৈঠক রয়েছে। দিল্লির বাইরে বিজেপির নির্বাচনী প্রচারণা সরেজমিনে দেখানোর জন্য বিজেপি আওয়ামী লীগ প্রতিনিধিকে ছত্রিশগড়ে নিয়ে যাবে। ভারতের নির্বাচন ১৯ এপ্রিল শুরু হয়েছে যা ১ জুন পর্যন্ত চলবে। ৪ জুন ভোটের ফলাফল ঘোষিত হবে।

দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
বৃহস্পতিবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

আমাদের প্রতিদিনই জরুরি প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। আসুন জেনে নেই আজ বৃহস্পতিবার (২ মে ২০২৪) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। বন্ধ থাকবে যেসব এলাকা মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শান্তিনগর, শাজাহানপুর, শহীদবাগ, শান্তিবাগ, পল্টন, মতিঝিল, ফকিরেরপুল, টিকাটুলি, কাকরাইল, বিজয়নগর, আরামবাগ, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। যেসব মার্কেট বন্ধ থাকবে মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, শ্যামলী হল মার্কেট, মাজার কর্পোরেট মার্কেট, শাহ্ আলী সুপার মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর স্টেডিয়াম মার্কেট, আনারকলি মার্কেট, মৌচাক মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কনকর্ড টুইন টাওয়ার, কর্নফুলি গার্ডেন সিটি, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ এবং ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-ওপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে রাতেই ৩ মামলা

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে রাতেই ৩ মামলা

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান আটক মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তিনটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবার রাতেই মিরপুর মডেল থানায় এসব মামলা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার বলেন, মিরপুর মডেল থানায় তিনটি অভিযোগে মামলা হবে মিল্টনের বিরুদ্ধে। মামলাগুলো এজাহারভুক্ত হওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এর আগে, রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল মিল্টন সমাদ্দারকে আটক করে। পরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ। তার বাড়ি বরিশালের উজিরপুরে। তিনি তার বাবাকে পেটানোর কারণে এলাকাবাসী তাকে এলাকাছাড়া করে। এরপর ঢাকায় চলে আসেন। তিনি বলেন, অভিযোগের বিষয়ে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং একাধিক মামলা হবে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা জঘন্য অপরাধ। প্রমাণ মিললে তাকে ছাড় দেওয়া হবে না। ডিবিপ্রধান বলেন, মিল্টনের বিরুদ্ধে মানবপাচার, শিশুদের ওপর হামলা, আত্মীয়-স্বজন গেলে তাদের মারপিট এবং তার টর্চার সেল, সব কিছুই মামলার মধ্যে আসবে। হারুন অর রশীদ আরো বলেন, মিল্টন ঢাকায় এসে শাহবাগের ফার্মেসিতে কাজ শুরু করেন। সেখানে ওষুধ চুরি করে বিক্রির কারণে মিল্টনকে বের করে দেওয়া হয়। এরপর একজন নার্সকে বিয়ে করেন। বিয়ের পর ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ স্থাপনের জন্য স্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করেন। এর আগে, মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও। যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার।

দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
বাগদানের পরও যে কারণে অভিষেককে বিয়ে করেননি কারিশমা

বাগদানের পরও যে কারণে অভিষেককে বিয়ে করেননি কারিশমা

বলিউড জানত শিগগিরই বিয়ে করবেন কারিশমা কাপুর ও অভিষেক বচ্চন। তখন ২০০২ সাল, এক পার্টিতে সবাইকে চমকে দিয়ে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ঘোষণা করেছিলেন ছেলের বাগদানের সেই তথ্য। বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, কারিশমা কাপুরের মা জানিয়েছিলেন, কম প্রতিষ্ঠিত অভিষেকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চান না বলেই ভাঙে বিয়ে। বলিউডের অন্দরমহল বলছে, তা সঠিক নয়। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, কারিশমা চেয়েছিলেন অমিতাভের বাড়ি জলসাতে না থাকতে। অভিষেককে নিয়ে আলাদা থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাবা অন্তপ্রাণ অভিষেক নিজের বাবার সঙ্গে এমনটা করতে পারেননি। একসঙ্গে থাকাতেই বিশ্বাসী ছিলেন অমিতাভ। তাই আলাদা হতে পারবেন না বলে কারিশমাকেই জীবন থেকে দূরে সরান অভিষেক। শোনা যায়, কারিশমা নাকি আরও দাবি করেন, বচ্চন পরিবারের অর্ধেক সম্পত্তি লিখে দিতে হবে তার হবু স্বামীকে। এই কথাও মানেনি অমিতাভের পরিবার। দিন যায়, বছর যায়, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হয়নি কারিশমার। পরবর্তীতে ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। যদিও এই মুহূর্তে ঐশ্বরিকে নিয়ে সুখের সংসার অভিষেকের। রয়েছে এক কন্যাও। মাঝে তাদের বিচ্ছেদের গুঞ্জন সামনে এলেও তা নেহাতই রটনা।

শাকিবের বিয়ের ইঙ্গিত দিলেন আরশাদ আদনান

শাকিবের বিয়ের ইঙ্গিত দিলেন আরশাদ আদনান

ঢালিউড কিং শাকিব খান। তার ব্যক্তিজীবন নিয়ে আলোচনার শেষ নেই। গোপনে বিয়ে, বিচ্ছেদ, সংসার নিয়ে হরহামেশাই সংবাদের শিরোনাম হন এই নায়ক। এসবের মাঝেই গত কয়েকদিন ধরে ঢালিউডের সবচেয়ে বড় খবর ‘আবারও বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব’। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সংসার ভাঙনের পর নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার চিন্তা করছে তার পরিবার। বিষয়টি নিয়ে শাকিব চুপ থাকলেও মুখ খুলতে শুরু করেছে তার ঘনিষ্ঠজনেরা। এবার প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্নধার আরশাদ আদনানের বক্তব্যেও মিলল তেমনই ইঙ্গিত। শাকিব খানের সুপারহিট দুই সিনেমা ‘রাজকুমার’ ও ‘প্রিয়তমা’র প্রযোজনার দায়িত্বে ছিলেন আরশাদ আদনান। ব্যক্তিজীবনেও নায়কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরশাদের। সেই জায়গা থেকেই এবার শাকিবের বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই প্রযোজক। একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের বিয়ের প্রসঙ্গে উত্তরে আরশাদ বলেন, ‘বিয়ে নিয়ে শাকিবের মন্তব্য না আসা পর্যন্ত আমি কিছু বলতে চাইছি না। তবে শাকিব বিয়ে করছেন কি না, এটি আমি জানি। আগে শাকিব এ বিষয়ে নিজের স্টেটমেন্টস দিবে, তারপরই আমি বলবো।’ তাহলে কী শাকিবের জীবনে স্থিতিশীলতা আসছে? এমন প্রশ্নে এই প্রযোজক বললেন, ‘শাকিবের জীবনে স্থিতশীলতা আসবে। সেটা এ বছরই আসবে। আমিও দায়িত্ব নিয়েছি। শাকিবিয়ানদের উদ্দেশে বলতে পারি, নায়কের জীবনে এ বছরই স্থিতিশীলতা আসছে।’ এসময় বুবলী-অপু প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, শাকিব খান জয় এবং বীরের বাবা। অপু-বুবলী তাদের সন্তানকে নিয়ে তার বাড়িতে আসে। সেটা সন্তানদের সঙ্গে দেখা হওয়া পর্যন্তই শেষ। যদি এর বাইরে বেশি কিছু বলা হয় সেগুলো ভুল বলা বা বাড়িয়ে বলা হবে। আমার মনে হয় না বিষয়গুলো এতটা সরব। যতোটা অপু-বুবলী দাবি করছে। প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান। বিয়ের ১০ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই দম্পতির সংসারে। এরপর চিত্রনায়িকা শবনম বুবলীর গলায় মালা দেন শাকিব। সেই সংসারেও রয়েছে একটি সন্তান। কিন্তু বুবলীর সঙ্গেও শাকিবের সংসার স্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান এই জুটি। এরপরই সম্প্রতি শোনা যাচ্ছে, তার নতুন বিয়ের খবর।

মনোগামী: কেউ লাস্ট ডিফেন্ডার নয় কিংবা সবাই লাস্ট ডিফেন্ডার

মনোগামী: কেউ লাস্ট ডিফেন্ডার নয় কিংবা সবাই লাস্ট ডিফেন্ডার

দীর্ঘ সময় পেরিয়ে গেলে সম্পর্ক হয়ে ওঠে পুরনো কাপড়ের মতো, আরাম আর আরাম। আরামের সঙ্গে মায়ার যেমন একটা যোগসাজশ থাকে। তেমনি অভ্যাসের ওপর নাম যেন মায়া। দীর্ঘ দাম্পত্য কিংবা প্রেমের জীবন অনেকটা পুরনো কাপড়ের মতো। স্বস্তি, মায়া, অভ্যাস মিশে একাকার হয়ে থাকে স্বামী-স্ত্রীর সম্পর্কে, প্রেমিক-প্রেমিকার সঙ্গে। কিন্তু পুরনো কাপড় অস্বীকার করা যায় না। তখন মানুষ ছোটে নতুনের দিকে। দর্শন ও চর্চার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। কিন্তু সম্পর্কের গাঁটছড়া খুলে ফেলা অত সহজ কি? বিশেষ করে সম্পর্কের মালার গিঁট যদি হয় সন্তান। অল্প কথায় বললে, এই তো ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। তবে অল্প কথায় সব কথা শেষ করলে চলে না। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চরকি অরজিনাল ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী’। মনোগামী দর্শনে বিশ্বাসী এক নামিদামি বিজ্ঞাপন সংস্থার বিবাহিত বস শাফকাত (চঞ্চল চৌধুরী)। দেখতে দাম্পত্য জীবনে সুখী শাফকাতের মনে প্রেম বা সামথিং লাইক প্রেমের (!) লহর তৈরি হয় তারই অফিসে কর্মরত লামিয়াকে (জেফার রহমান) দেখে। সমুদ্রের তীরে গড়া বালির ঘর যেমন ভেঙে যায় ঢেউয়ে, লামিয়ার উপস্থিতিতে শাফকাতের ঘরও প্রায় ভাঙতে বসে, তবে ভাঙেনি। ওই তো জীবনের কিছু লেনদেন সহজে মুছে ফেলা যায় না। গল্পটা খুব সহজ, জীবন থেকে নেয়া। তবে কার জীবন সেটা হলফ করে বলা যাচ্ছে না। মানবসভ্যতার শুরু থেকে মানুষ বহুগামিতার চর্চা করে এসেছে বলে আমরা জানি। যদি ইতিহাসের পাতায় দৃষ্টি নিবদ্ধ করি তাহলে জানা যায়, আদিম যুগে যখন মানুষের মধ্যে ব্যক্তিগত মালিকানার ধারণা উৎপত্তি লাভ করে তখন বিয়ের সূত্রপাত হয় এবং পরিবার প্রথার মূল উৎস ‘বিয়ে’। এ থেকে বলা যায় প্রথা, নিয়মকানুন সভ্যতার সৃষ্টি। নিয়মকানুন, প্রথা মানুষের আচরণকে দমন করার আদেশ দেয়, কিন্তু আকাঙ্ক্ষাকে দমন করতে পারে কি? ফ্রয়েড সভ্যতার অসন্তোষ (সিভিলাইজেশন অ্যান্ড ইটস্ ডিসকনটেন্ট) বলে, সভ্যতা মানুষের যন্ত্রণার জন্য দায়ী। সৌন্দর্য, শৃঙ্খলা, পরিচ্ছন্নতার (বিউটি, অর্ডার অ্যান্ড ক্লিনলিনেস) সভ্যতা মানুষকে প্রথায় বাঁধল। কিন্তু ফাঁকফোকর দিয়ে প্রবৃত্তি তার চর্চা আদায় করে নেয়। পলিগামী সভ্যতার শুরুতে খোলামেলা ছিল, এখন গোপনে আছে। সবাই জানে, কম-বেশি অনেকেই চর্চা করে। কিন্তু দেখা যাবে তারাও শাফকাত, দর্শন মনোগামীরই। ফ্রয়েডের মতে, ধরা পড়ার ভয় মানুষকে মন্দ কাজ করা থেকে বিরত রাখে। এ ভয়ই মানুষের মধ্যে অপরাধ বোধ তৈরি করে। সমস্যা এখানে, ফারুকী স্পষ্ট করেননি কেন শাফকাতের ভেতরে দর্শন চর্চার দ্বন্দ্ব তৈরি হয়েছে। কেনই-বা শাফকাত লামিয়ার সঙ্গে কেঁদে বুক ভাসাচ্ছিল। কিংবা শাফকাতের আকাঙ্ক্ষা উৎসারণ হয়েছে কোথা থেকে। একঘেয়েমি জীবন নাকি লামিয়ার প্রতি প্রবল যৌন তাড়না। আবার লামিয়ার চরিত্রটিও খুব বেশি প্রতিষ্ঠিত না হলেও লামিয়া চরিত্রে জেফারের অভিষেককে সাধুবাদ জানানো যায়, তবে প্রশংসা পাওয়ার যোগ্য। একই কথা আরো দৃঢ়ভাবে প্রযোজ্য চঞ্চলের ক্ষেত্রে। কিন্তু একটা থেকেই যায়! অন্তত ‘দ্য চঞ্চল চৌধুরী’ থেকে আমরা এমনটা আশা করি না। শাফকাতের স্ত্রী (সামিনা হুসেন প্রেমা) চরিত্রটি আরো বেশি স্ক্রিন টাইম ও ইনটেনসিটি দাবি করে গল্পের খাতিরেই, সেটাও অনুপস্থিত ছিল। সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির কালার গ্রেডিংয়ে শীতের সকালের মোলায়েম রোদে ফুটে উঠেছিল মিহি দুঃখ। মনোগামীতে সে মোলায়েম রোদ ফুটে ওঠেনি। তবে মেটাফর ভালো ছিল। আধুনিক মেট্রো বনাম পুরনো যুগের কার। সংলাপও বেশ ভালো, মেট্রোরেলের ব্যাপারটা খুব আজব। প্রথমবার ইভেন্ট করার সময় মেপে দেখেছিলাম ১৫০ গজ, এখন দেখি ১৮০ গজ। এইটা কোনো কথা! লামিয়া আধুনিক মননের আর শাফকাত পুরনো ধ্যানধারণার। ক্ষেত্র বিশেষে শাফকাতের চিন্তার সীমানা ছাড়িয়ে গেছে লামিয়া। কিন্তু অপরাধ বোধের কথা যদি ধরা হয়, সেটা লামিয়ার মধ্যেও উপস্থিত ছিল কিংবা তার ফিয়ন্সের মধ্যেও (শেষ দৃশ্যে)। তাহলে লাস্ট ডিফেন্ডার কে? সেখানেও একটা অস্পষ্ট ছোঁয়া। অবশ্য বাকিটা দর্শক ভেবে নেবে এমন চিন্তা যদি ফারুকীর থাকে, তবে সেটা ভিন্ন আলাপ। আবার এমনটাও হতে পারে যে, এই সিরিজের আরো পর্ব আসবে। শাফকাতের কিশোর-কিশোরী ছেলেমেয়ে শুদ্ধ (শুদ্ধ) আর রাইয়ের (প্রত্যয়ী প্রথমা রাই) সংলাপটুকুই কেবল স্পষ্ট বার্তা দেয়। বাকি সব যেন গোলকধাঁধা। কেউ লাস্ট ডিফেন্ডার নয় কিংবা সবাই লাস্ট ডিফেন্ডার। আধুনিকতা প্রজন্ম থেকে প্রজন্মে নতুন নতুন শব্দ জুড়ে দিয়েছে। আগের প্রজন্ম বিয়ে করে পরকীয়া করছে, হতে পারে এ প্রজন্ম বিবাহিত পুরুষের সঙ্গে সিচুয়েশন-শিপে জড়াচ্ছে। তবে দর্শন আর চর্চায় মিল না থাকলে কাউকেই খুব বেশি আলাদা করে দেখার সুযোগ নেই। গানের কথায় বলতে হয়, ‘কতটা গভীর জলে তুমি-আমি মাছ/ মন যদি পাখি হয়, শরীরটা গাছ।’ শিল্প কখনো ব্যাকরণ মেনে চলে না। শিল্প মানেই একধরনের এক্সপেরিমেন্ট। তবে সে এক্সপেরিমেন্ট দেশের কোনো অনুকরণীয় (!) রন্ধনশিল্পীর মতো না হলেই হয়। আবার দর্শক হিসেবে আমাদেরও ভিন্ন জনরার শিল্পের স্বাদ গ্রহণের মানসিকতা রাখা উচিত।

দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
ইদুনা পার্কে হার সঙ্গী পিএসজির

ইদুনা পার্কে হার সঙ্গী পিএসজির

সিগনাল ইদুনা পার্ক থেকে বিদায়ের আগে হারই সঙ্গী হলো পিএসজির। নিকলাস ফুলক্রাগের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ড। পিএসজির খেলোয়াড়রা মনে মনে নিশ্চয় অখুশি। তবে কোয়ার্টার ফাইনালের দুই লেগের কথা মনে করে কিছুটা স্বস্তি খুঁজতেই পারেন তারা। বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগ শেষে ৩-২ গোলে পিছিয়ে ছিল পিএসজি। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমির টিকিটও পেয়ে যায় তারা। বার্সেলোনা ম্যাচের মতো ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও তেমন কিছুই করতে চাইবে পিএসজি। সেখানে কিলিয়ান এমবাপ্পেই বড় ভরসা কোচ লুইস এনরিকের। তবে ফরাসি সুপারস্টার প্রথম লেগে তেমন প্রভাব রাখতে পারলেন না, গড়তে পারলেন না ব্যবধান। অবশ্য ম্যাচে প্রথম আক্রমণটা শাণিয়েছিল পিএসজিই। ১১ মিনিটে উসমান ডেম্বেলের কোণাকুনি শট চলে যায় ডান পোস্টের কিছুটা বাইরে দিয়ে। দুই মিনিট পর পিএসজিকে বাঁচান জিয়ানলুইজি দোন্নারুমা। ৩৬ মিনিটে গিয়ে গোলের দেখা পায় বরুশিয়া। দূরপাল্লা থেকে ভেসে আসা শটে বল বুঝে নেন ফুলক্রাগ। মার্কুইনহোস তাকে ধরে ফেলার আগেই জাল বরাবর শট নেন জার্মান স্ট্রাইকার, দোন্নারুমাকে ফাঁকি দিয়ে বলও জালে। এগিয়ে যায় বরুশিয়া। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

রোনালদো ম্যাজিকে ফাইনালে আল নাসর

রোনালদো ম্যাজিকে ফাইনালে আল নাসর

আল আওয়াল স্টেডিয়াম দেখল ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিক। আল খালিজের বিপক্ষে ১৭ মিনিটে তিনি নো-লুক শটে যে গোলটি করলেন, সেটাকে ম্যাজিক না বলে উপায় আছে! এই ম্যাজিকের পর আরও একটি গোল করেন রোনালদো। আল নাসর জিতল ৩-১ গোলে, উঠল ফাইনালে। কিং কাপ অব চ্যাম্পিয়ন্সের সেমিফাইনালে তখনও লিড পায়নি আল নাসর। ম্যাচের চলছে ১৭ মিনিট। বক্সের বাইরে আল নাসরের আয়মান ইয়াহায়া গিয়েছিলেন গোলরক্ষকের সঙ্গে বলের লড়াইয়ে জিততে, খালিজ গোলরক্ষকের নেয়া শট তার গায়ে লেগে চলে আসে ডি বক্সের দূরের কোণায়। দ্রুত বলে কাছে গিয়ে উড়তে থাকা বলেই শট নেন রোনালদো। তখনও পোস্টের দিকে তাকাননি তিনি। দৃষ্টি বলে নিবদ্ধ রেখে নেয়া শট ঠিকই জাল খুঁজে নেয়। খালিজের এক ডিফেন্ডার ও গোলরক্ষক দৌড়ে এসেও নাগাল পাননি। ৩৭ মিনিটে ডি বক্সের ভেতর হ্যান্ডবল হলে পেনাল্টি পায় আল নাসর। পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন সাদিও মানে। দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। শুরুতে তার ট্যাপইন শট ফিরিয়ে দেন খালিজ গোলরক্ষক। কিন্তু দ্বিতীয় বার আর ব্যর্থ হতে হয়নি পর্তুগিজ সুপারস্টারকে। রোনালদো আরও একবার গোলের সুযোগ তৈরি করেছিলেন। তার ব্যাকপাস দেয়া শটে অবশ্য সতীর্থদের কেউই জাল খুঁজে পাননি। খালিজ একমাত্র গোলটি করে ম্যাচের ৮২ মিনিটে। সেটা কেবলই ছিল ব্যবধান কমার উপলক্ষ মাত্র। পরে আর কোনো গোল করতে না পারায় বিদায় নিশ্চিত হয় তাদের, ফাইনালে উঠে আল নাসর।

শিরোনাম

শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হলে শিক্ষকদের সব দাবি পূরণ হবে
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে
কানাডায় পোশাক রপ্তানিতে ২০৩৪ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে
চাহিদাভিত্তিক শ্রমশক্তি গড়তে ৩০ কোটি ডলার দেবে এডিবি
দক্ষিণ আফ্রিকা সফর ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন:শেখ হাসিনা
বুধবার বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার
পদোন্নতি পেলেন স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন
ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
সরকার টিসিবির জন্য ১২১ কোটি ৬৫ লাখ টাকার তেল ও ডাল কিনবে
সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
জামানত বেড়েছে সংরক্ষিত নারী আসনে