ডিএমপির ১৮ থানার ওসি বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৮ জন পরিদর্শককে বদলি করা হয়েছে। তারা ডিএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি করা হয়।
বদলি হওয়া পরিদর্শকদের মধ্যে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, গুলশানের মাজহারুল ইসলাম, মতিঝিলের আবুল কালাম আজাদ, পল্টনের মনির হোসেন মোল্লা, শাহবাগের মোস্তাজিরুর রহমান ও পল্লবীর অপূর্ব হাসান উল্লেখযোগ্য।
এই আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট থানাগুলোর নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে, যা থানা পর্যায়ে পুলিশি কার্যক্রমে নতুন দিকনির্দেশনা যোগ করবে।