ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

মিরপুরে গুলি উদ্ধার করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত: ২১:১৩, ১২ আগস্ট ২০২৪

মিরপুরে গুলি উদ্ধার করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

মিরপুরে গুলি উদ্ধার করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে গুলি উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 
সোমবার বিকেলে মিরপুর ৬০ ফিট এলাকার একটি বাসা থেকে গুলি উদ্ধার করে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এস এম আবু সায়েম এ তথ্য নিশ্চিত করেন। 
তিনি ডেইলি বাংলাদেশকে জানান, গত ৫ আগস্ট মিরপুর মডেল থানায় আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। ৬ আগস্ট আমরা মিরপুর থানার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করি। তখন দেখি মিরপুর মডেল থানায় কোনো পুলিশ নেই। তখন আমরা নিজেরাই মিরপুর মডেল থানা পাহারা দেই। 

তিনি বলেন, আমরা চিন্তা করি, যেগুলো লুট হয়েছে সেগুলো তা উদ্ধার করব। তথ্য পাই, একটি বাসায় অস্ত্র ও গুলি রাখা হয়েছে। পরে সেনাবাহিনীকে ঘটনাটি জানাই। তারা জানায় আপনারা আগে যান, দেখেন কিছু পান কিনা; পরে আমরা যাব। পরে সেই বাসাটিতে অভিযানে গেলে গুলি উদ্ধার করা হয়। ঐ বাসার যিনি ভাড়াটিয়া তিনি এখন পলাতক। 

আবু সায়েম বলেন, হয়তো খারাপ কোনো উদ্দেশ্যে এগুলো নিজের কাছে রেখেছেন। না হলে সেনাবাহিনীর তো সাধারণ ক্ষমার ঘোষণা করছে, থানায় ফেরত দিলে সমস্যা নেই। কিন্তু তিনি কেন তার কাছে এগুলো রেখেছেন? এছাড়া আমরা তার বাসায় ইয়াবা পাই। আমরা মনে করছি, তিনি ইয়াবা ব্যবসায়ী ছিলেন। যতদিন মিরপুর মডেল থানা সব অস্ত্র উদ্ধার না হবে ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে। 

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।