ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ডিএমপির সাত যুগ্ম কমিশনারকে বদলি

প্রকাশিত: ০৮:৫৪, ২১ আগস্ট ২০২৪

ডিএমপির সাত যুগ্ম কমিশনারকে বদলি

ডিএমপির সাত যুগ্ম কমিশনারকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে তিন কর্মকর্তাকে ডিএমপি সদর দফতরে এবং চার কর্মকর্তাকে অন্যান্য দফতরে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এদের মধ্যে হাসান মো. শওকত আলীকে লজিস্টিক বিভাগে, খন্দকার ফরিদুল ইসলামকে ট্রাফিক-দক্ষিণে, সৈয়দ হারুন অর রশীদকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণে এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণের সুফিয়ান আহমেদকে ট্রাফিক-উত্তরে পদায়ন করা হয়েছে।

এছাড়া মোহাম্মদ জায়েদুল আলম, ট্রাফিক-দক্ষিণের এস এম মেহেদী হাসান ও ট্রাফিক-উত্তরের সুদীপ কুমার চক্রবর্তীকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।