পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় যুবকের মৃত্যু
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলায় আজিজুল ইসলাম (৪৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আজিজুল ইসলাম শিলমাড়িয়া ইউনিয়নের বড় কাজুপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ভেরার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
বাসুপাড়া বাজারের স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম তিনু জানান, পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুরের শেখ পাড়া গ্রামের আওয়ামী লীগের কর্মী মহসিনের কাছে আজিজুলের ৬ হাজার টাকা পাওনা ছিল। সেই টাকা দীর্ঘদিন ধরে দেব দিচ্ছি বলে ঘোরাচ্ছিল। বুধবার সকাল ৯টায় বাসুপাড়া বাজারে মহসিনকে দেখে তার পাওনা টাকা দিতে বলেন আজিজুল। এ সময় মহসিন বাড়িতে গেলে টাকা দেবেন বলে জানান।
আজিজুল ও তার বন্ধু মিজান মহসিনের কথামতো তার বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ভেরার মোড় নামক স্থানে পৌঁছামাত্র মহসিনের ছেলেরাসহ বেশ কয়েকজন আজিজুলের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালান। এ সময় তার বন্ধু এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। তাদের হামলায় দুইজন গুরুতর জখম হন। এ সময় স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক রামেক হাসপাতালে প্রেরণ করেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মারা যান এবং মিজানকে আইসিউতে ভর্তি করা হয়।
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাচ্ছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।