ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

মুন্সীগঞ্জে যোগদানকৃত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ

প্রকাশিত: ০৯:১৮, ১৪ আগস্ট ২০২৪

মুন্সীগঞ্জে যোগদানকৃত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ

মুন্সীগঞ্জে যোগদানকৃত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ

ছাত্র-জনতার অভ্যুত্থানে মুন্সীগঞ্জে কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা আবারো কর্মস্থলে যোগদান করতে শুরু করেছে। যোগদানকৃত সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ও সাধারণ ছাত্ররা।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ লাইনস প্রাঙ্গণে এ ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এতে মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান সহ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ধ্বংসাত্মক কাজ রুখে দিয়ে সুন্দর সম্প্রীতি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোকপাত করা হয়। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ও চলমান অস্থিরতা পুলিশকে দেশ ও জনগণের পক্ষে থাকার জন্য আহ্বান জানায় ছাত্ররা।

আন্দোলনকারীদের মধ্যে ফারদিন, মৌমিতা, রাজু, রাজ, তাজ, সাহাব, আপন’সহ অন্যরা উপস্থিত ছিলো।