ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ০৯:২২, ১৪ আগস্ট ২০২৪

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

মানিকগঞ্জে ট্রাক চাপায় জাকির হোসেন (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন শিক্ষার্থী।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকার ধলেশ্বরী সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। 

নিহত জাকির হোসেন জেলার সদর উপজেলার চরখন্ড গোলড়া এলাকার জাহিদ হোসেনের ছেলে। একই দুর্ঘটনায় সায়েম মিয়া নামের আরো এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ধলেশ্বরী সেতুর উপর একটি বাসের ধাক্কায় জাকির মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। সেই সময় অপর প্রান্ত থেকে আসা ট্রাক তার মাথার উপর দিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় সায়েম মিয়া নামের আরো এক মোটরসাইকেল আরোহী। নিহতের মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।