সেন্টমার্টিনে খাদ্যসামগ্রী বিতরণ করল কোস্টগার্ড
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দুই দিনব্যাপী এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূল চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিনে খাদ্যসামগ্রী পরিবহণ কিছুটা দুরূহ হওয়ায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন খাদ্যসামগ্রী পৌঁছে দেয়।
এই কর্মসূচির আওতায় দ্বীপবাসীদের মাঝে বিভিন্ন খাদ্যসমগ্রী প্রদান করেছে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন। ত্রাণ বিতরণ কার্যক্রমে তাজউদ্দিন জাহাজের অধিনায়ক কমান্ডার মোহাম্মদ মো. আশরাফুল আলম, সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লে. মো. মিজানুল হক ইমরান, (এক্স), বিএনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় এক হাজার দুইশ’ পরিবারকে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে।