ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির অস্থায়ী শ্রমিকদের অবস্থান

প্রকাশিত: ২০:১৪, ২৯ আগস্ট ২০২৪

ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির অস্থায়ী শ্রমিকদের অবস্থান

ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির অস্থায়ী শ্রমিকদের অবস্থান

আশুলিয়া থানার মোজার মিল এলাকায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ৩০০-৩৫০ জন অস্থায়ী শ্রমিক (ঠিকাদারের মাধ্যমে নিয়োগকৃত চুক্তিভিত্তিক শ্রমিক) বেতন বৃদ্ধির দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে তারা কর্মসূচি শুরু করেন।

জানা গেছে, গত ১৯ ও ২৫ আগস্ট শ্রমিকরা একই দাবিতে একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন। তখন ফ্যাক্টরি কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে ২৯ আগস্টের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করেন।

নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টির মীমাংসা না হওয়ায় তারা আজ কর্মসূচি শুরু করেন। ঐ ফ্যাক্টরির স্থায়ী শ্রমিক সংখ্যা ২৫০ জন এবং অস্থায়ী শ্রমিক সংখ্যা ১ হাজার ৮০০ জন। তিনটি শিফটে ফ্যাক্টরি চালু থাকে। চলতি শিফটের শ্রমিকরা যথারীতি কাজ করছেন।