ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ভালুকায় ফ্যাক্টরিতে অতর্কিত হামলা

প্রকাশিত: ০৮:৩৭, ৫ সেপ্টেম্বর ২০২৪

ভালুকায় ফ্যাক্টরিতে অতর্কিত হামলা

ভালুকায় ফ্যাক্টরিতে অতর্কিত হামলা

ময়মনসিংহের ভালুকায় এস কিউ ফ্যাক্টরিতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আইডিয়াল মোড়ে অবস্থিত এস কিউ ফ্যাক্টরিতে স্থানীয় ও বহিরাগত ১৫০-১৬০ জন লোক অতর্কিত হামলা করে ফ্যাক্টরির মেইন গেটের দরজা-গ্লাস ভাঙচুর করে। এ সময় তারা ফ্যাক্টরির একজন কর্মীকে লাঠি দিয়ে আঘাত করে। 

উদ্ভূত পরিস্থিতিতে হামলাকারীদের দাবি অনুযায়ী কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিল্প পুলিশসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।