ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৮:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২৪

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহতরে ঘটনায় জড়িতদের বিচার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়।  

মানববন্ধন শেষে দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

মানববন্ধনে প্রধান সমন্বয়ক ছিলেন সিপাহী রতন। এছাড়া নায়েক নজরুল ইসলাম, সিপাহী হাসান, সিপাহী শফিকুল ইসলামসহ চাকরিচ্যুত প্রায় শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিডিআর বিদ্রোহের ঘটনার পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও  চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের দাবি জানান। এছাড়া হত্যাকাণ্ডে ৭৪ জনকে শহিদের মর্যাদা প্রদান, ২৫ ফেব্রুয়ারি দিনটিকে পিলখানার ট্রাজেডি দিবস হিসেবে ঘোষণাসহ বেশ কয়েকটি দাবি জানান।