কুড়িগ্রামে নৈতিক সমাজের মতবিনিময় সভা
নৈতিক সমাজ কুড়িগ্রাম জেলার আয়োজনে নির্বাচনের আগে সমাজ সংস্কার ও রাষ্ট্র মেরামতের ভিত্তি স্থাপন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম শহরস্থ পৌর অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আমসা আমিন।
আরো উপস্থিত ছিলেন, নৈতিক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন ও নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম মহিবুল হক খোকন প্রমুখ।
মতবিনিময় সভায় আগামী জাতীয় নির্বাচনের আগেই সংবিধান, সমাজ, রাজনীতি, রাষ্ট্র, পুলিশ, নির্বাচন কমিশন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ভূ-রাজনীতি প্রতিরক্ষাসহ সব সেক্টরে পুনঃসংস্কারের দাবি জানানো হয়।