জোড়া হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতাউর গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জ সদর থানা এলাকায় রিপন শীল ও মোস্তাক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি সাবেক মেয়র মো. আতাউর রহমান সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. আতাউর রহমান সেলিম হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি থানা এলাকা থেকে র্যাব-২ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এএসপি আ ন ম ইমরান খান বলেন, সাবেক মেয়র আতাউরের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তাকে হবিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।