বাবা খুনের ঘটনায় দুই ছেলে রিমান্ডে
চট্টগ্রামের কর্ণফুলীতে বাবাকে খুনের ঘটনায় গ্রেফতার দুই ছেলে নিজাম উদ্দিন ও মিজানুর রহমানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েব দেবের আদালত এ রিমান্ড দেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, বাবাকে খুনের মামলায় গ্রেফতার দুই ছেলের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১১ সেপ্টেম্বর রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গোয়ালের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নুরুল হক চৌধুরী (৬৫) ওই এলাকার নুর হোসেনের ছেলে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন দুই ছেলে নিজাম উদ্দিন ও মিজানুর রহমান।
পরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ১২ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে দুবাইপ্রবাসী ছোট ছেলে মিজানুর রহমানকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ও সকাল ১০টার দিকে কাতারপ্রবাসী বড় ছেলে নিজাম উদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। এ ঘটনায় নিহত নুরুল হকের ভাই বাদী হয়ে নিহতের দুই ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।