ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

নতুন গভর্নরের খোঁজে অন্তর্বর্তীকালীন সরকার

প্রকাশিত: ১৪:৫৬, ১২ আগস্ট ২০২৪

নতুন গভর্নরের খোঁজে অন্তর্বর্তীকালীন সরকার

নতুন গভর্নরের খোঁজে অন্তর্বর্তীকালীন সরকার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার গত শুক্রবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র রোববার কার্যকর করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এখন বাংলাদেশ ব্যাংকের জন্য নতুন গভর্নর খুঁজছে অন্তর্বর্তীকালীন সরকার।
এর আগে, তিন ডেপুটি গভর্নর পদত্যাগ করেন। তবে তাদের জায়গায় নতুন ডেপুটি গভর্নর খোঁজা হচ্ছে কি না, তা নিশ্চিত বলতে পারছে না আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর চারজন। এর মধ্যে তিনজন কাজী ছাইদুর রহমান, খোরশেদ আলম ও হাবিবুর রহমান গত বুধবার পদত্যাগ করেন। ঐদিন পদত্যাগ করেননি আরেক ডেপুটি গভর্নর নুরুন নাহার।

নিয়মিত গভর্নরের অনুপস্থিতিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রোববার এক চিঠিতে দৈনিক ডাক দেখার দায়িত্ব দিয়েছে ডেপুটি গভর্নর নুরুন নাহারকে। চিঠিতে বলা হয়, ‘নতুন গভর্নর যোগ দেওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা স্ব-স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।’

রোববারের চিঠিতে পদত্যাগকারী তিন ডেপুটি গভর্নরকেও কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ডেপুটি গভর্নর নিয়োগে রোববার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি সার্চ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছিল। পরে কিছুটা পিছিয়ে এসেছে।জানা গেছে, বর্তমান ডেপুটি গভর্নরদের পদত্যাগ যথানিয়মে হয়নি। ফলে সরকারের বিবেচনায় তারা এখনো ডেপুটি গভর্নর।

জানা গেছে, গভর্নর নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের কাছ থেকে। আর ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি হতে পারে গভর্নর নিয়োগের পর।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এক মতবিনিময় সভার পর রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপে অর্থ উপদেষ্টা জানান, শিগগিরই গভর্নর নিয়োগ দেওয়া হবে।

গভর্নর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোন মানদণ্ড বিবেচনা করা হবে- এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এগুলো খতিয়ে দেখা হচ্ছে। গভর্নর না থাকলেও ডেপুটি গভর্নররা কাজ চালিয়ে নিতে পারেন। পেমেন্ট সিস্টেমের জন্য তো গভর্নরের দরকার হয় না।

গভর্নর ও ডেপুটি গভর্নরদের নিয়োগ নিয়ে কী হতে যাচ্ছে-এমন প্রশ্নের জবাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খান বলেন, ডেপুটি গভর্নরদের কাজ করতে চিঠিতেই বলা হয়েছে। গভর্নর নিয়োগের কাজ শুরু করার ব্যাপারে এখনো কোনো নির্দেশনা পাইনি।

আ/স