সামান্থা বাদ, নাগা চৈতন্যের নতুন জীবনসঙ্গী আরেক অভিনেত্রী
তিন বছর আগেই বিচ্ছেদ হয়েছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের। মাঝে এই দুজনকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার সামান্থাকে পুরোপুরি ভুলে গেলেন নাগা চৈতন্য। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এ অভিনেতা।
বৃহস্পতিবার অভিনেত্রী শোবিতা ধুলিপালার সঙ্গে বাগদান সেরেছেন অভিনেতা নাগার্জুনার ছেলে। নাগার্জুনের হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া আয়োজনে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ছেলে ও নতুন পুত্রবধূর সঙ্গে ছবি শেয়ার করে বাগদানের খবর জানিয়ে দিয়েছেন নাগার্জুন। তিনি লিখেছেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শোবিতা ধুলিপালার সঙ্গে আমাদের ছেলে নাগা চৈতন্যের বাগদান সম্পন্ন হয়েছে। শোভিতাকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। সুখী দম্পতিকে অভিনন্দন! তাদের জীবন ভালবাসা এবং সুখে ভরে উঠুক, এটাই কামনা করি। ঈশ্বর তাদের মঙ্গল করুক।
ছবিতে নবদম্পতিকে একদম ট্রেডিশনাল পোশাকে দেখা গেছে। অফ হোয়াইট কুর্তা-পায়জামায় দেখা গেছে নাগাকে। আর শোবিতাকে হালকা গোলাপি শাড়িতে। শোবিতা-নাগার সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিনের।
২০২১ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে নাগা চৈতন্যের বিচ্ছেদ হয়। এরপর শোবিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। গুঞ্জন সত্ত্বেও তারা কখনো প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি।