বনির জন্মদিনে বিশেষ চমক কৌশানীর, বিয়ের ঘোষণা দুই অভিনেতার?
শনিবার তার জন্মদিন। হবু স্ত্রী কৌশানী মুখোপাধ্যায় কোনো আয়োজন না করে কী ভাবে থাকেন? তাই শুক্রবার ঘড়ির কাঁটা ১২টা পেরোতেই উদ্যাপন শুরু। সাদা টি-শার্টে মোটিফ আঁকা। চোখে কালো মোটা ফ্রেমের চশমায় বনি যেন ঠিক পাশের বাড়ির ছেলে। সামনে সাজানো চার রকমের কেক।
রাতভর জোরদার পার্টি করেও কিন্তু উদযাপনের শেষ নেই। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, নায়িকা তার জীবনের ‘নায়ক’-এর জন্য নাইট ক্লাবে ‘গেম পার্টি’র আয়োজন করেছেন। আর বিয়ে? এ ব্যাপারে বনি বলেন, বলেছিলাম ২০২৫-এ ছাদনাতলায় যেতে পারি। এখনো সে রকমই ইচ্ছা। সব ঠিক থাকলে আগামী বছর আমাদের চার হাত এক হতে পারে।”
উদ্যাপনের পাশাপাশি বনির উপহারের ঝুলিও ভর্তি। নায়ক নিজেই এ দিন নিজেকে দামি মোবাইল উপহার দিয়েছেন। হাসতে হাসতে সে কথা জানিয়ে বলেছেন, ‘জন্মদিন উপলক্ষে একটা ভাল মোবাইল কিনলাম। অনেক দিন ধরে কিনব ভাবছিলাম।’ প্রেমিকা কী দিলেন? জানা গিয়েছে, নামি সংস্থার বেল্ট, মানিব্যাগ আর টুপি উপহার দিয়েছেন।