ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

আবার বিতর্কে কঙ্গনা, ৪০ কোটি টাকার মানহানি মামলা

প্রকাশিত: ০১:৪০, ১১ আগস্ট ২০২৪

আবার বিতর্কে কঙ্গনা, ৪০ কোটি টাকার মানহানি মামলা

আবার বিতর্কে কঙ্গনা, ৪০ কোটি টাকার মানহানি মামলা

বলিউডের জনপ্রিয় তারকা এবং সাংসদ কঙ্গনা রনৌত।  রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার ও ধর্মীয়ভাবে কটাক্ষ করে বড় অঙ্কের মানহানি মামলায় জড়ালেন তিনি। ৪০ কোটি টাকার মানহানি মামলা দায়ের হল মাণ্ডির বিজেপি তারকা সাংসদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্র কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন।

‘দাদু মুসলিম, দিদা পারসি, মা খ্রিস্টান’সহ রাহুল গান্ধীকে জাত তুলে ‘জগাখিচুড়ি’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। শুধু তাই নয়, কংগ্রেস নেতাকে উপহাস করতে গিয়ে তার বিকৃত ছবি শেয়ার করেও আক্রমণ করেছিলেন। যেখানে রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলকের সঙ্গে গলায় খ্রিস্টধর্মের ‘ক্রস’ লকেট ঝুলতে দেখা গিয়েছিল।


মামলাকারী আইনজীবীর দাবি, একজন সাংসদ হয়েও কারও অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। এটা গান্ধী পরিবারের ভাবমূর্তিতে ক্ষুণ্ণ করেছে। ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে তারকা সাংসদকে।

এর আগে জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। টেলিভিশন চ্যানেলে প্রকাশ্যে তার বিরুদ্ধে মিথ্যে দাবি করায়। এবার রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার জেরে ফের মানহানি মামলা দায়ের হল সাংসদ অভিনেত্রীর বিরুদ্ধে।