ট্রাম্পের সরাসরি সাক্ষাৎকার নিলেন ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সাক্ষাৎকার নিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে দুজনের এই সাক্ষাৎকার অনুষ্ঠান।
সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যানুযায়ী, সোমবার রাত ৮টা ৪২ মিনিটে সাক্ষাৎকার অনুষ্ঠান শুরু করেন মাস্ক। নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর এটি শুরু হয়। বিলম্ব হওয়ার কারণ হিসেবে বড় ধরনের সাইবার হামলাকে দায়ী করেন মাস্ক।
সাক্ষাৎকারে গত মাসে হত্যারচেষ্টার শিকার হওয়ার বিষয়ে কথা বলেন ট্রাম্প। একই সঙ্গে মার্কিন অর্থনীতি ও অভিবাসন বিষয়ে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের অবস্থানের নিন্দা করেন তিনি।
নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেয়া মাস্কও কমলা হ্যারিসকে একহাত নিয়েছেন। বলেন, কমলা একজন উগ্র বামপন্থী। ট্রাম্পও তাকে বামপন্থী বলে উল্লেখ করেছেন।
সোমবার মাস্ক ও ট্রাম্পের সাক্ষাৎকারের কথা আগেই জানানো হয়। সেটা মাস্কের সামাজিক মাধ্যম এক্সে সরাসরি সম্প্রচারের সময়ও জানানো হয়েছিল। তবে ‘সাইবার হামলার’ কারণে সেটা নির্ধারিত সময়ে শুরু হয়নি। অনেক ব্যবহারকারী ওই সময় এক্সে ঢুকতে পারছিলেন না বলেও অভিযোগ করেন।
তবে মজার বিষয় হলো এই মাস্কই এক সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেয়ার কথা বলেছিলেন। এমনকি রিপাবলিকান পার্টির প্রার্থিতার লড়াইয়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী রন ডিসেন্টিসকে সমর্থন দিয়েছিলেন তিনি। এত কিছুর পরও তাকে সাক্ষাৎকার দিতে রাজি হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।