ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে ভারি বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা, মৃত ১০

প্রকাশিত: ১১:২১, ৫ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানে ভারি বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা, মৃত ১০

পাকিস্তানে ভারি বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা, মৃত ১০

পাকিস্তানের বিভিন্ন প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি। এ পর্যন্ত দেশটিতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অনেকে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বহু গুরুত্বপূর্ণ সড়ক, বাড়ি-ঘরসহ নানা স্থাপনা।
এদিকে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের জনজীবন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারি বৃষ্টিতে ভূমিধ্বস হয়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন। বেলুচিস্তানের অবস্থাও বেশ খারাপ। প্রদেশটির ১৫ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার বাসিন্দা।

দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে আরো ঝড়বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

সূত্র: জিও নিউজ