নাইজেরিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪০ মুসল্লি নিহত
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪০ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩১ জন। তারা উত্তরাঞ্চলীয় সামিনাকা শহরে নবী মুহাম্মদ (সা.) জন্মদিন উদযাপনে আয়োজিত ঈদে মিলাদুন্নবী পালন করতে যাচ্ছিলেন।
ঈদে মিলাদুন্নবী উদযাপনের একজন সংগঠক জানিয়েছেন, লেরে শহরের কাছে তাদের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে এগিয়ে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।
অনুষ্ঠানের সংগঠক আহমেদ দয়াবু সংবাদমাধ্যম বিবিসিকে জানান, দুর্ঘটনার আগে মুসল্লিরা কোয়ান্ডারে শহর থেকে সামিনাকার পথে যাত্রা করেছিল। লেরে শহরে পৌঁছানোর পর তাদের বহনকারী বাসটির সঙ্গে একটি ট্রেলার ট্রাকের সংঘর্ষ হয়। বাসটিতে ৭১ যাত্রী ছিল।
নাইজেরিয়ায় সড়কে মারাত্মক সংঘর্ষ খুবই সাধারণ ঘটনা। ড্রাইভার ও যাত্রী উভয়ই নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত। এছাড়া নিরাপত্তা বিধিনিষেধও শিথিলভাবে প্রয়োগ করে থাকে কর্তৃপক্ষ।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে নাইজেরিয়া জুড়ে সড়ক দুর্ঘটনায় ১৪৭০ জনেরও বেশি লোক মারা গেছেন। মূলত প্রতিদিন গড়ে প্রায় ১৬ জন নিহত হয়েছেন।