ঢাকা   শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ০৭ রবিউস সানি ১৪৪৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬৯

প্রকাশিত: ১২:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬৯

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬৯

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ৫০ জন শিশুসহ অন্তত ৫৬৯ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের আশায় অজানা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এ ছাড়া এ হমালয়া আহত হয়েছেন ১ হাজার ৮৩৫ জন।
এদিকে ইসরায়েল দাবি করেছিল বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারসহ ৬ জন নিহত হয়েছে।  এর কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহ জানায়, হিজবুল্লাহর শীর্ষ নেতা  ইব্রাহীম মুহাম্মদ কুবাইসি ইসরায়েলি হামলায় মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) নিহত হয়েছেন।

ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্বে ছিলেন। ২০০০ সালে তিনজন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায়ও তার হাত ছিল বলে দাবি করে ইসরায়েল।

গত সপ্তাহে লেবাননে একের পর এক পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কয়েক ডজন নিহত ও হাজার হাজার মানুষ আহত হন। এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে ওই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই লেবাননের দক্ষিণাঞ্চলসহ রাজধানী বৈরুতের কাছে সরাসরি হামলা শুরু করে ইসরায়েল।