“কখনো কখনো আমি অনুভব করতাম যে পরপর দ্রুত পড়া বইগুলো নিজেদের মধ্যে একধরনের কলধ্বনি সৃষ্টি করে আমার মস্তিষ্ককে একটা অর্কেস্ট্রা পিটে (রঙ্গমঞ্চে বাদক দলের জায়গা) রূপান্তরিত করেছে, যেখানে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বাজছিল।
এবং বুঝতে পারতাম যে এই জীবনকে আমি সহ্য করতে পারি কেবলমাত্র আমার মাথার মধ্যে বাজতে থাকা সুরেলা সঙ্গীতগুলোর জন্যে।”