ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

‘কোচদের ভাষা বোঝেন না ক্রিকেটাররা’

প্রকাশিত: ০৭:০৮, ১০ আগস্ট ২০২৪

‘কোচদের ভাষা বোঝেন না ক্রিকেটাররা’

‘কোচদের ভাষা বোঝেন না ক্রিকেটাররা’

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। বৈশ্বিক টুর্নামেন্টে একের পর এক ব্যর্থতায় সমালোচনায় বিদ্ধ দেশটির ক্রিকেট বোর্ড। তবে ব্যর্থতার দায় কোচদের উপর দিয়ে চাপিয়ে দেয় বোর্ড। বিদেশি নামীদামী কোচদের করা হয় চাকরি থেকে বরখাস্ত। অনেক কোচ নিজেই পদত্যাগ করে পিসিবি ছাড়েন।
অথচ শর্ষের মধ্যে লুকিয়ে আছে ভূত। সেদিকে খেয়াল নেই বোর্ড কর্মকর্তাদের। কোচদের ভাষা বোঝেন না স্বয়ং ক্রিকেটাররাই। যাদের নিয়ে এত আয়োজন, তারাই নেমে পড়েন অবুঝ শিশুর ভূমিকায়। 

পাকিস্তান ক্রিকেটারের ব্যর্থতার পেছনের সে কারণকেই আরো একবার সামনে আনলেন পেসার নাসিম শাহ। তিনি জানালেন, ক্রিকেটাররা কোচদের কথা বোঝেন না। খেলার উন্নয়ন তো পরের বিষয়। আগে কোচদের সঙ্গে ভালো বোঝাপড়া থাকতে হবে ও তাদের ক্রিকেটীয় দর্শনকে উপলব্ধি করতে হবে। তাদের সঙ্গে বসে পরিকল্পনা সাজাতে। তাহলেই কেবল ক্রিকেটাররা নিজেদের দক্ষতা ও সামর্থ্য বাড়াতে পারবেন।

কোচদের সঙ্গে যোগাযোগ ঘাটতি কাটিয়ে তুলতে কী করতে হবে, সেটি বলেছেন পাকিস্তান পেসার। নাসিম শাহ জানিয়েছেন, ক্রিকেটাররা কথা যেন কোচদের কথা ভালোভাবে বুঝতে পারেন এবং আন্তঃযোগাযোগে সফল হতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। সেজন্য দোভাষী নিয়োগ করতে হবে।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সংবাদ সম্মেলনে নাসিম শাহ বলেন, ‘বিদেশী কোচদের সঙ্গে ভাষার সমস্যা রয়েছে। ভাষা অনুবাদ করার জন্য আমাদের কাউকে প্রয়োজন। আপনার নিজের ভাষায় কোচের সঙ্গে যোগাযোগ করা সহজ।’