টেস্টে ইংল্যান্ডের পর যে কীর্তি গড়ল বাংলাদেশ
ঘরের মাঠেও পাকিস্তানের বিপক্ষে নেই টেস্ট জয়ের নজির। অথচ সিরিজের দুটি ম্যাচে জিতে তাদের হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিঃসন্দেহে এটিই লাল-বলের ক্রিকেটে টাইগারদের সবচেয়ে বড় অর্জন।
পরিসংখ্যান বলছে, ১৯৫২ সালে টেস্ট আঙিনায় পা রাখা পাকিস্তান নিজেদের দেশে বেশ শক্তিশালী দল। এবার অবশ্য ম্যান ইন গ্রিনদের রীতিমতো লজ্জায় ডুবিয়েছে টিম টাইগার্স। একইসঙ্গে নিজেরা গড়েছে বিরল এক কীর্তি।
ক্রিকেটের জনক ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এর আগে ২০২২ সালে ইংলিশদের আক্রমণাত্মক বাজবলের কৌশলের কাছে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পাকিস্তান হোয়াইটওয়াশ হয়েছিল।
ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সঙ্গে আরো কয়েকটি কীর্তি গড়েছে টাইগাররা। দীর্ঘ ১৫ বছর পর বিদেশের মাটিতে দলটি প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের স্বাদ নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালে দলটি দুই ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল। জিম্বাবুয়েকে ২০২১ সালে তাদের মাটিতে বাংলাদেশ হারালেও সেটি সফরের একমাত্র টেস্ট হওয়ায় হোয়াইটওয়াশ হিসেবে বিবেচিত হয়নি।
রাওয়ালপিন্ডিতে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মাটিতে সফরকারী দল হিসেবে টাইগাররা তৃতীয় সর্বোচ্চ রান তাড়ায় জিতেছে টাইগাররা। ১৮৫ রানের লক্ষ্য তারা ৬ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে। এই ভেন্যুতেই ২০০০ সালে শ্রীলংকা ২২০ রানের জয়ের লক্ষ্যে সফল হয়েছিল। লাহোরে ১৯৬১ সালে ২০৮ রানের জয়ের লক্ষ্যে জিতেছিল ইংল্যান্ড।