সাকিব সরে গেলে দায়িত্ব নিতে প্রস্তুত মিরাজ
সত্যিকারের অলরাউন্ডার হতে যেমন পারফর্ম করা দরকার, মিরাজ ঠিক তেমনটাই করছেন। দলের চাপের মাঝে হার না মানা লড়াকু মানসিকতার জন্য সকলের তার প্রশংসা করেন। পাকিস্তান সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই ক্রিকেটার দুই টেস্টে সবমিলিয়ে ১৫৫ রান করেন। একইসঙ্গে বল হাতে নিয়েছেন ১০ উইকেট।
নিজের জাত প্রমাণ করে ধীরে ধীরে সাকিব আল হাসানের ছায়া থেকে বেরিয়ে আসছেন এই অলরাউন্ডার। বিষয়টি উপলব্ধি করছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। এর আগে মঙ্গলবার হাথুরুসিংহে সংবাদ সম্মেলন হাজির হন। সাকিব আল হাসানের অবসরের পর যে মিরাজ তার শূন্যস্থান পূরণে প্রস্তুত, সেটি স্পষ্টভাবেই জানালেন।
‘মিরাজকে নিয়ে আমি বলব গত পাঁচ-ছয় বছরে সবচেয়ে উন্নতি করা বাংলাদেশি ক্রিকেটার। সাকিব সরে গেলে সে দায়িত্ব নিতে প্রস্তুত।সে তার ব্যাটিংয়ে উন্নতি করেছে। স্পষ্টতই তার বোলিং সবসময় শক্তি এক নম্বর জায়গা এবং সে একজন দুর্দান্ত ফিল্ডার।’
ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে অতীতের মতো সাকিব বল হাতে পারফর্ম করবেন বলেই বিশ্বাস করেন টাইগারদের কোচ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে তিনি তার দক্ষতার ঝলক দেখিয়েছিলেন। কিন্তু দুই ম্যাচ টেস্ট সিরিজে ছয়টির বেশি উইকেট পাননি। তবে কাউন্টিতে সমারসেটের বিপক্ষে সারের হয়ে ৯ উইকেট নিয়ে ফুরিয়ে না যাওয়ার বার্তা দিয়ে রেখেছেন।
মি. অলরাউন্ডারকে নিয়ে হাথুরুসিংহের মত, ‘সে ভালো অবস্থায় আছে বলেই দলকে অনেক কিছু দিতে পারে এমনকি তার দক্ষতার শীর্ষ অবস্থানে না থেকেও পারে। সাকিবকে যখনই ফর্মে পাওয়া যায় তখনই বাংলাদেশ ক্রিকেটে একটি বিশাল ভূমিকা সে পালন করে থাকে। পরিষ্কারভাবেই সে আমাদের চাওয়া মতো ভারসাম্য বজায় রাখার বিলাসিতা দলকে দেয়। আমরা একজন অতিরিক্ত বোলার বা অতিরিক্ত ব্যাটার খেলাতে পারি তার অলরাউন্ড দক্ষতার জন্য।’