ঢাকা   শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ০৭ রবিউস সানি ১৪৪৬

ভারতে খেলাটাই ক্রিকেটে সেরা চ্যালেঞ্জ: হাথুরুসিংহে

প্রকাশিত: ১০:০১, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ভারতে খেলাটাই ক্রিকেটে সেরা চ্যালেঞ্জ: হাথুরুসিংহে

ভারতে খেলাটাই ক্রিকেটে সেরা চ্যালেঞ্জ: হাথুরুসিংহে

দল হিসেবে ভারসাম্যপূর্ণ হওয়ায় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী চন্ডিকা হাথুরুসিংহে । বাংলাদেশ দলের প্রধান কোচের মতে, টিম ইন্ডিয়ার সঙ্গে তাদের মাটিতে ক্রিকেটে খেলাটাই সবচেয়ে বড় ও সেরা চ্যালেঞ্জ।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলন হাজির হন হাথুরুসিংহে। 

তিনি বলেন, ‘পাকিস্তানে সিরিজ জয় অবশ্যই এই সিরিজে আসার ক্ষেত্রে আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়। ফলাফলের কারণে নয়, আমরা সেই সিরিজটি যেভাবে খেলেছি, আমরা নির্দিষ্ট পরিস্থিতি মোকাবেলা করেছি। দুই টেস্টেই পিছিয়ে পড়েছিলাম । তারপরে আমরা কীভাবে ফিরে এসেছি এবং বিভিন্ন সময়ে অনেকে কীভাবে অনেক অবদান রেখেছেন সবাই জানে। আমি মনে করি এই সিরিজে সম্ভবত বাংলাদেশের এটিই সবচেয়ে বেশি গোছানো দল হিসেবে তৈরি হয়েছে।’ 

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

শক্তিশালী ভারতের বিপক্ষে চাপে থাকাটাই সুবিধাজনক হিসেবে উল্লেখ করে তার ভাষ্য, ‘চাপকে বিশেষ সুবিধা হিসেবে দেখছি। বলতে চাচ্ছি এটি আমাদের অনেক বেশি বিশ্বাসের জন্ম দেয় এবং সামনের দিকে তাকানোর মতো কিছু দেয়। তারপর সত্যিই বুঝতে পারি যে আমরা কোথায় অবস্থান করছি এবং আমাদের শক্তি ও সীমাবদ্ধতা সম্পর্কে বুঝতে পারি। আমরা সত্যিই সেরাটা খেলে উজ্জীবিত হই। যেমন ভারতে এসে তাদের বিপক্ষে খেলা। এটাই বর্তমান ক্রিকেটের সেরা চ্যালেঞ্জ। তাদের সঙ্গে খেলাটা আপনাকে উপলব্ধি দেবে যে আপনি কোন অবস্থানে আছেন।’

সম্প্রতি পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করাটা বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। ঐতিহাসিক টেস্ট জয়ের পর এবার চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের সামনে কঠিন মিশন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অনুপ্রেরণা কাজে লাগিয়ে দলীয় পারফরম্যান্সের উপর ভিত্তি করে রচিত হতে পারে নতুন ইতিহাস। অভাবনীয় সেই অর্জনের পথে শক্তিশালী ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে টাইগাররা।

এ প্রসঙ্গে হাথুরুসিংহের মন্তব্য, ‘আমাদের কাছে ভাল ফাস্ট বোলার আছে। সত্যিই অভিজ্ঞ স্পিন আক্রমণ পেয়েছি। আসলে দুটি কারণে ভালো ব্যাটিং গভীরতা রয়েছে। একটি হল আমাদের দুইজন স্পিনার প্রকৃত ব্যাটার (মিরাজ ও সাকিব) যারা টেস্ট সেঞ্চুরি করেছেন। উইকেটরক্ষকদের মধ্যে (লিটন, মুশফিক ও জাকির) আমাদের প্রধান ব্যাটারদের থাকাটা এই সিরিজের জন্য আমাদের বাড়তি আত্মবিশ্বাস দেয় যে, আমরা এই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো।’