কানপুর থেকে মিলেছে সুখবর
বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারের বেশি খেলা গড়ায়নি। দ্বিতীয় দিনের পুরো দিনটায় খেলোয়াড়রা অতি বৃষ্টির জন্য মাঠেই নামতে পারেননি। ভেজা আউটফিল্ডের কারণে তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু না হলেও এসেছে সুখবর।
রোববার স্থানীয় সময় সকাল ৯টায় জানানো হয়, তৃতীয় দিনের সকালে বৃষ্টি হচ্ছে না। মাঠ থেকে কভার সরিয়ে নেয়ার খবর। ২০ মিনিট পর পিচ থেকেও কভার সরানো হয়। সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) দুই আম্পায়ার মাঠ পরিদর্শনের পর খেলা শুরুর সময় নির্ধারণ করবেন।
টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে তারা ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ভারতের হয়ে আকাশদীপ দুইটি ও রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট দখল করেন।