ঢাকা   শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ০৭ রবিউস সানি ১৪৪৬

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। প্রধান উপদেষ্টা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেন। তিনি চারদিনের সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেন।

বিশ্ব হার্ট দিবস আজ

বিশ্ব হার্ট দিবস আজ

আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্ব সহকারে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইয়েস, ইউজ হার্ট ফর অ্যাকশন’ অর্থাৎ ‘হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধের জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে’। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে আলোচনা সভা, র‌্যালি ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে। এরই অংশ হিসেবে রোববার বেলা ১১টায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান (প্রজ্ঞা) ‘উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে। দুপুর ১টায় এভারকেয়ার হাসপাতালে অনুষ্ঠিত হবে পেসেন্ট ফোরাম। অসংক্রামক রোগগুলোর মধ্যে অন্যতম হলো হৃদরোগ। ঢাকার বাইরে সরকারিভাবে শুধু একটি মেডিক্যাল কলেজ এবং বেসরকারিভাবে চারটি হাসপাতালে কার্ডিয়াক সার্জারির ব্যবস্থা রয়েছে। রোগটির উন্নত চিকিৎসায় ৮০ শতাংশ রোগীর ভরসা রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ফলে সঠিক সময়ে ব্যয়বহুল এই চিকিৎসা না পাওয়াসহ নানা কারণে প্রতিবছর পৌনে তিন লাখ (দুই লাখ ৭৩ হাজার) মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। জাতীয় হৃদরোগ ইন্সটিউট হাসপাতালের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, ২০২০ সালে ১ হাজার ২৫০ শয্যার হাসপাতালটির জরুরি বিভাগে ৯৫ হাজার ২৪ জন ও বহির্বিভাগে ১ লাখ ৩৮ হাজার ৭৯৬ রোগী চিকিৎসা নেন। ২০২১ সালে এই সংখ্যা বেড়ে জরুরি বিভাগে ১ লাখ ১৫ হাজার একজন এবং বহির্বিভাগে ১ লাখ ৫০ হাজার ৪৯৯ জন। পরের বছর অর্থাৎ ২০২২ সালে রোগী আরও বেড়ে জরুরি বিভাগে ১ লাখ ৩১ হাজার ৯০৩ জন এবং বহির্বিভাগে ১ লাখ ৮৭ হাজার ৬৪৮ জন। গত বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জরুরি বিভাগে ৯৬ হাজার ৯৭ জন, বহির্বিভাগে ১ লাখ ৩২ হাজার ৪১৩ চিকিৎসা নিয়েছেন। এছাড়া এসময় অন্তঃবিভাগে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ৬১১ জন ও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫১১ জন হৃদরোগী।

রাতে যে কারণে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

রাতে যে কারণে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

পটুয়াখালীর কুয়াকাটায় স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজ করা হবে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। এজন্য শনিবার দিবাগত রাতে চার ঘণ্টার জন্য ইন্টারনেট সেবায় বিঘ্ন বা ধীরগতি দেখা দিতে পারে। শুক্রবার বিকেলে সংস্থাটির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের সি-মি-উই-৫ কনসোর্টিয়াম কর্তৃক শনিবার দিনগত রাত ২টা থেকে পরদিন রোববার ভোর ৬টা পর্যন্ত চার ঘণ্টা সাবমেরিন ক্যাবলের লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে। এতে আরো বলা হয়, এ সময় সি-মি-উই সাবমেরিন ক্যাবলসের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে সি-মি-উই-৪ সাবমেরিন ক্যাবলসের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারে বা ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি কর্তৃপক্ষ।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিপিপি প্রকল্প পরিদর্শন পরিদর্শনের সময় প্রকল্প সংশ্লিষ্ট কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পরে প্রকল্প অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে প্রকল্পের এয়ারপোর্ট সংলগ্ন টোল প্লাজা কার্যালয়ে প্রকল্পের কার্যক্রম অবহিত করন এবং নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে একটি বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. এহছানুল হক বলেন, জনগণের অর্থ সঠিকভাবে ব্যবহার করতে আমাদেরকে কাজে গতিশীলতা আনার পাশাপাশি ব্যয় সংকোচনেও মনোযোগী হতে হবে। তাহলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে। এছাড়া সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন রামপুরা-ডেমরা-আমুলিয়া প্রকল্প এবং ঢাকা বাইপাস প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়।

টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন বনশ্রী পাল ও ফারুক আহমেদ

টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন বনশ্রী পাল ও ফারুক আহমেদ

মানবাধিকার ও সমাজকর্মী বনশ্রী পাল এবং ব্রাক ইন্টারন্যাশনাল-এর প্রাক্তন নির্বাহী পরিচালক ফারুক আহমেদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত টিআইবি ট্রাস্টি বোর্ডের ১২১তম সভায় তারা অংশগ্রহণ করেছেন। আগামী তিন বছর বোর্ডের সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন। বনশ্রী পাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লক্ষ্মীপুর জেলা ইউনিটের আজীবন সদস্য এবং জাতীয় মহিলা সংস্থা, জেলা অফিস, লক্ষ্মীপুর-এর নির্বাহী সদস্য। এছাড়া তিনি লক্ষ্মীপুরের প্রাইভেট জেল ইন্সপেক্টর, শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্যসহ জেলার ক্রীড়া সংস্থা ও একাধিক দাতব্য প্রতিষ্ঠানে সম্পৃক্ত থেকে সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফারুক আহমেদ, সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) এন্টারপ্রাইজ-এর পরিচালনা পর্ষদের সদস্য, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও ফুলকি-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেনেভাভিত্তিক গ্যাভি, দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স এর বোর্ড সদস্য ছিলেন। এছাড়া ঢাকায় বিশ্বব্যাংক কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালনসহ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উল্লেখ্য, ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের অন্যান্যরা হলেন- মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল (চেয়ারপার্সন), অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী (সাধারণ সম্পাদক), দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম (কোষাধ্যক্ষ)। সদস্যরা হলেন- সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন, অধ্যাপক ড. ফখরুল আলম, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’-এর উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী ও সোসাইটি অব এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (শেড) প্রতিষ্ঠাতা পরিচালক ফিলিপ গাইন।

হর্ন বাজানোর আগে ভাবতে হবে, এটি জরুরি কিনা: রিজওয়ানা হাসান

হর্ন বাজানোর আগে ভাবতে হবে, এটি জরুরি কিনা: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিরাপদ ভবিষ্যৎ গড়তে হলে আমাদের কম শব্দযুক্ত দেশে থাকতে হবে। হর্ন বাজানোর আগে ভাবতে হবে, এটি জরুরি কিনা। সব ড্রাইভারকে হর্ন না বাজানোর জন্য সচেতন করতে হবে। শনিবার রাজধানীর পরিবেশ অধিদফতরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষকদের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণে এ কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, রেড লাইট থেকে গ্রিন লাইটে আসলেই সব গাড়ি হর্ন বাজানো শুরু করে। এটা উচিত নয়। বিশেষ করে, বাচ্চাদের স্কুলে নেওয়ার সময় রিকশায় যে শব্দ হয়, তাতে অনেক সময় কানের সমস্যা হতে পারে। তিনি আরো বলেন, ইসলাম ধর্মে উচ্চস্বরে নয়, নিচু করে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। এমনভাবে কথা বলতে হবে যেন মানুষের বিরক্তির কারণ না হয়। আমরা মনে করি যে যত জোরে কথা বলতে পারি, সে তত শক্তিশালী। কিন্তু আসলে যুক্তিপূর্ণ কথা বলাই আসল ক্ষমতা। আমাদের ব্যক্তিগত পর্যায়ে পরিবর্তন আনলেই সমাজে ও রাষ্ট্রে পরিবর্তন আনা সম্ভব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের পরিচালক প্রমুখ।

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ১২:০০ ভোর
যোহর ১২:০০ দুপুর
আছর ১২:০০ বিকেল
মাগরিব ১২:০০ সন্ধ্যা
এশা ১২:০০ রাত

ঢাকা, শনিবার ১২ অক্টোবর ২০২৪

দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
নাম বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের

নাম বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের

নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ে নাম বদলে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করতে চাই। শনিবার রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি এ কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, নৌকা থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে। আমি নৌকা চালাই না, জাহাজ চালাই। ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, আমার মতে অভিযুক্তদের ফিরিয়ে আনার দরকার নেই। তাদের অনুপস্থিতেই বিচার করা উচিত। ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো। হত্যার সব প্রমাণ আছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জনের নামের তালিকা প্রকাশ বিষয়ে ক্যাবিনেটে বিস্তারিত কথা হবে বলেও জানান নৌ-পরিবহন উপদেষ্টা।

ঢাকায় ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

ঢাকায় ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

ঢাকার ২৩টি জলাধার ও পার্ক সংরক্ষণ করে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা আছে সরকারের বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার রাজধানীর আগারগাঁও বন ভবনে তিনি এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকার কোনো নগর দর্শন নেই। যে যেভাবে পেরেছে লুটেপুটে খেয়েছে। মাত্র ৪ শতাংশ জলাশয় আছে ঢাকায়। এটা খুবই বিপদজনক। তাই ঢাকাকে বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে। এখন না করতে পারলে আর পারা যাবে না। তিনি বলেন, দেশ স্বাধীনের পর ঢাকা মহানগরী নিয়ে কেউ ভেবেছে কি না, জানা নেই। ঢাকায় কতটি খাল-জলাশয় আছে তা নির্ধারণ করে সঠিক ব্যবস্থাপনার মধ্যে আনতে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা ভাবছি। এখন কোনো কর্মপরিকল্পনা নেই তাই এটি জরুরি। পরিবেশ উপদেষ্টা আরো বলেন, জলাশয় ফিরিয়ে আনা খুব সহজ ছিল না। জলাশয় ভরাট বন্ধ করার উদ্যোগ না নিয়ে লেকসিটির অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে।

দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
বিএনপিতে বহিষ্কার আতঙ্ক!

বিএনপিতে বহিষ্কার আতঙ্ক!

* প্রতিহিংসার রাজনীতি চায় না বিএনপি * অপকর্মের প্রমাণ পেলেই বহিষ্কার * শৃঙ্খলা ভাঙলেই চলে যাচ্ছে পদ-পদবি * ব্যবস্থা নেয়া হয়েছে ২১৭ নেতাকর্মীর বিরুদ্ধে * কেন্দ্রীয় নেতারাও বিপাকে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে বাঁধাহীন কর্মসূচি পালন করছে দলটি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারে আসার পর থেকেই বিএনপির ওপরে নির্যাতনের খড়গ নেমে আসে। দলীয় কর্মসূচি পালন করতে গেলে বেগ পেতে হতো। পুলিশি বাঁধায় পণ্ড হয়ে যেত কর্মসূচি। হামলা-মামলার ভয়ে পালিয়ে বেড়াতেন দলটির নেতাকর্মীরা। গুম-খুন ও নিপীড়নের আতংকে থাকত দলটি। তবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হামলা-মামলা, গুম-খুন ও নিপীড়ন থেকে মুক্তি পেয়েছেন তারা। দীর্ঘ সাড়ে ১৬ বছর পর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিএনপির নেতাকর্মীরা। রাজপথ থেকে তৃণমূল সবর্ত্র চষে বেড়াচ্ছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে, ফুরফুরে মেজাজে থাকলেও বহিষ্কার আতঙ্ক বিরাজ করছে দলটির নেতাকর্মীদের মাঝে। শৃঙ্খলা ভঙ্গ করলেই চলে যাচ্ছে দলীয় পদপদবি। প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে বলা হচ্ছে নেতাকর্মীদের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি এড়িয়ে চলছে নেতাকর্মীদের কড়া নির্দেশনা দিয়েছেন। তবুও বিভিন্ন স্থানে অতিউৎসাহী নেতাকর্মীরা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। প্রতিপক্ষের পাশাপশি নিজ দলের নেতাকর্মীদে সঙ্গে দ্বন্দ্ব-কোন্দলে জড়িয়ে পড়ছেন। এতেই চলে যাচ্ছে দলীয় পদপদবি। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলে নেয়ার কয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ ওঠে বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীর বিরুদ্ধে। তবে এসব কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলা হচ্ছে। কারো বিরুদ্ধে সহিংসতা কিংবা জমি-প্রতিষ্ঠান দখলের তথ্য-প্রমাণ পেলেই দল থেকে বহিষ্কার করা হচ্ছে। ছাড় পাচ্ছেন না কেউই। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে আইনবহির্ভূত কোনো কাজে কেউ জড়ালে বিন্দুমাত্র ছাড় পাবে না। পদ-পদবিতো হারাবেনই, একইসঙ্গে তুলে দেওয়া হবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। গত ৭ আগস্ট নয়াপল্টনে এক সমাবেশে ভিডিও বার্তায় দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসায় লিপ্ত হবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হোক। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের পতনে আপাতত স্বস্তি ফিরেছে। প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতির পক্ষে নয় বিএনপি। শুধু মুখে মুখে নয়, বাস্তব অর্থেই বিএনপি এটা প্রতিষ্ঠা করতে চায়। দলের ভাবমূর্তি রক্ষায় ব্যবস্থা নেয়া হচ্ছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে নেতাকর্মীদের সর্তক করা হয়েছে। ইতোমধ্যে বিএনপি অ্যাকশনে গেছে বলেও জানান তারা। সূত্রমতে, দিনদিন দীর্ঘ হচ্ছে বিএনপির বহিষ্কারের তালিকা। কেন্দ্র থেকে তৃণমূল এবং দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও বহিষ্কার আতংকে রয়েছেন। অনেকের পদ স্থগিত করা হচ্ছে। পদপদবির বিবেচনায় কাউকে রেহাই দেওয়া হচ্ছে না। যার বিরুদ্ধেই তথ্য-প্রমাণ আসছে তাকে বহিষ্কার করা হচ্ছে কিংবা তার পদ স্থগিত করা হচ্ছে। পুকুর ভরাটের অভিযোগে গত ১১ আগস্ট বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিছ জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়। গত ১৫ আগস্ট উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গত ২১ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সদস্য পদ স্থগিত করে বিএনপি। এছাড়াও বিএনপির বিভিন্নক জেলা-উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এক আলোচনা সভায় বলেন, বড় কিছু অর্জন করতে হলে ছোট কিছু হারাতে হয় এবং হারানোর সেই উদাহরণ আমরা ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে সৃষ্টি করেছি। আমরা আমাদের দলের একজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত করেছি। দলের চেয়ারপার্সনের একজন উপদেষ্টাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই ধরনের বার্তা দিয়েছেন। এখন পর্যন্ত ২১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ডেইলি বাংলাদেশকে বলেন, বিএনপি দেশের একটি উদার ও বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি কখনোই দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্রয় দেয় না। গত ১৫-১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারী সরকারের ভয়াবহ নিপীড়ন ভোগ করেছেন। বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে দল সিদ্ধান্ত নিয়েছে। কেউ দলীয় শৃংখলা পরিপন্থি কাজ করলে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর আগেও অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও নেয়া হবে। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকও এমন কথা জানিয়েছেন। তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তারা নব্য বিএনপি। অপরাধীরা বিএনপিতে জায়গা পাবে না। তাদের বিষয়ে দল কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
যেদিন থেকে নিয়মিত চলবে মেট্রোরেল

যেদিন থেকে নিয়মিত চলবে মেট্রোরেল

নিয়মিত শিডিউলে আগামী রোববার (২৫ আগস্ট) থেকে চলবে মেট্রোরেল। এদিকে মেট্রোরেল বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শুক্রবার (২৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া। কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ঐদিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এতে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির কথা বলা হলেও, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটিরও কম বলা হচ্ছে। আগামী রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।

পিলখানা হত্যাকাণ্ডে অপরাধীদের বিচার দাবি

পিলখানা হত্যাকাণ্ডে অপরাধীদের বিচার দাবি

পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন বিডিআর অফিসারসহ মোট ৭৪ জনের হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন বিডিআর নায়েক (অব:) সালাউদ্দিন গাজী। পিলখানা হত্যাকাণ্ডে অপরাধীদের বিচার দাবি করে তিনি বলেন, ইতিহাসের ন্যাকারজনক এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে বিচার করতে হবে। একই সঙ্গে নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। তিনি বলেন, আমরা সম্পূর্ণ নিরপরাধ। সুতরাং আমরা আমাদের চাকরি ফেরত চাই। বিডিআরকে পূর্বের নাম, পোশাক এবং পূর্বের প্রেরণায় নিয়ে যেতে হবে। সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহিদদের আত্মার মাগফেরাত ও অসুস্থদের জন্য দোয়া করা হয়। নায়েক (অব:) সালাউদ্দিন গাজীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক বিডিআর সদস্য শফিকুর ইসলাম জামাল, মোহাম্মদ নাজমুল হোসেন, বিডিআর পরিবারের সন্তান তারেক আজিজসহ প্রমুখ।

দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
ভোঁদড় দিয়ে মাছ শিকারের গল্প ‘লতিকা’

ভোঁদড় দিয়ে মাছ শিকারের গল্প ‘লতিকা’

সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ‘লতিকা’। প্রথমটি ইংল্যান্ডের লন্ডন শহরে, সেপ্টেম্বর ২৭ থেকে ৫ অক্টোবরের মধ্যে। এসময় অনুষ্ঠিতব্য ‘অ্যানিম্যাল নেচার ফিউচার ফিল্ম ফেস্টিভ্যাল’-এর মূল প্রতিযোগিতায় লড়বে। অন্য উৎসবটি আজারবাইজানের প্রধান শহর বাকুতে। ১ থেকে ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘ডকুবাকু ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল’ প্রতিযোগিতায়ও থাকছে ছবিটি। নির্মাতার ভাষায়, ‘এই দুটি উৎসবে প্রথম বাংলাদেশি নির্মাতা হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, যা আমার জন্য অত্যন্ত গর্বের।’ ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্রটি এর আগে সুইজারল্যান্ডের ভিশনস ডু রিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফিল্ম মার্কেট’, ইংল্যান্ডের ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব, চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব, লন্ডন ডিভি চলচ্চিত্র উৎসব এবং মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের শর্ট কম্পিটিশনে প্রতিযোগিতা করেছে। নির্মাতা জানান, ‘লতিকা’র গল্প বাংলাদেশের নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে। তার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় প্রাণী দিয়ে মাছ শিকার করা জেলে। তাদের দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে টানাপড়েনের সংসারের জীবনচিত্র উঠে আসে এতে।

ঢাবির নির্মমতা নিয়ে নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’

ঢাবির নির্মমতা নিয়ে নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যান তোফাজ্জল হোসেন নামের এক যুবক। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি একজন এতিম বলে জানা যায়। তোফাজ্জলের মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে ওঠে বিতর্কের ঝড়। নেটিজেনরা প্রকাশ করেন ক্ষোভ। এবার তোফাজ্জলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে নির্মাণ করা হচ্ছে ‘তোফাজ্জলের শেষ ভাত’ নামের একটি নাটক। পরিচালনায় খলিলুর রহমান কচি। নাম ভূমিকায় ‘হা-শো’খ্যাত ইমরান। তার কথায়, ‘ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে! মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি। শিগগিরই নাটকটি ইমরান হা-শো ইউটিউব চ্যানেলে দেখা যাবে।’ এদিকে এরইমধ্যে তোফাজ্জলের হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শিক্ষার্থী হত্যা মামলায় কারাগারে নাট্যনির্মাতা রিংকু

শিক্ষার্থী হত্যা মামলায় কারাগারে নাট্যনির্মাতা রিংকু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। রিংকুর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেনG একই সঙ্গে তাকে কারাগারে পাঠিয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার জামিন শুনানির জন্য রেখেছেন আদালত। শুনানিকালে রিংকুকে আদালতে তোলা হয়। এ সময় নির্মাতা দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, ইমেল হক, চয়নিকা চৌধুরী, মিশুক মনি, পথিক সাধন, মোহন আহমেদ, মজুমদার শিমুল, সাইফুল হাফিজ খান, অভিনেতা আরশ খানসহ তার আরো সহকর্মীরা আদালতে হাজির হন। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে রিংকুকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। নির্মাতা রিংকু পরিচালনার পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত। তিনি একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে সুবাস্তুর নগরভ্যালীর সামনে গুলিতে নাইমুর রহমান নিহত হয়। এ ঘটনায় তার বাবা খলিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

দৈনিক আমাদের সংবাদের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

২০২২ সালে লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এরপর থেকেই ফুটবলের সোনালী সময় কাটাচ্ছে আলবিসেলেস্তেরা। যার রেশ ধরে রেখে ফুটসাল ফুটবলেও চলছে তাদের জয়ের রথ। ফুটসাল বিশ্বকাপের শেষ আসরে ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের দুর্দান্ত ছুটে চলা যেন অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে অন্যদের। তারই রেশ ধরে ফিফা ফুটসাল ফুটবলের ১০ম আসরে দুর্দান্ত গতিতে ছুটছে আর্জেন্টিনার ফুটসাল ফুটবল দল। শক্তিশালী ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে ফুটসাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে সুপার সিক্সটিনের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে আলবিসেলেস্তেরা। দলটির হয়ে গোল দুটি করেন মাতিয়াস রোসা ও অ্যালান ব্রান্ডি। দুর্দান্ত খেলায় ম্যাচসেরার পুরস্কার ওঠে মাতিয়াস রোসার হাতে। অন্যদিকে এই হারের ফলে ফুটসাল বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিলো ক্রোয়েশিয়া। গ্রুপপর্বের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮টি গোল দেয় আর্জেন্টিনা ফুটসাল দল। গ্রুপপর্বে আফগানদের বিপক্ষে তেমন সুবিধা করতে না পারলেও বাকি দু’ম্যাচে দাপট দেখিয়েছে আকাশী-সাদারা। গ্রুপ ‘সি’ তে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭ গোলে উড়িয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পায়। তৃতীয় ও শেষ ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে ৯-৫ গোলের জয় তুলে নিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করে দলটি। সেখানে তারা ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কাজাখস্তানকে। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩০ সেপ্টেম্বর।

ফুটসাল বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিল-আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ফুটসাল বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিল-আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

উজবেকিস্তানে চলছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দল নিয়ে শুরু হওয়া জমজমাট এ আসর এখন ৮ দলে নেমে এসেছে। যেখানে ‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়েছিল ব্রাজিল, ‘সি’ গ্রুপ থেকে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দুটি দল এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল রোববার (২৯ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ সেপ্টেম্বর) হবে কোয়ার্টার ফাইনালের বাকি দুটি ম্যাচ। ‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়ে ব্রাজিল নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়া ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে। দ্বিতীয় রাউন্ডে তারা প্রতিপক্ষ হিসেবে পায় মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাকে। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মরক্কোকে। আগামীকাল রোববার (২৯ সেপ্টেম্বর) তারা মরক্কোর মুখোমুখি হবে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। অন্যদিকে গোল ব্যবধান বেশি না হলেও গ্রুপ পর্বের সব ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২-১ গোলে এবং সবশেষ তৃতীয় ও শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখে আলবিসেলেস্তেরা। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পায় ক্রোয়েশিয়াকে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) তারা কাজাখস্তানের মুখোমুখি হবে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে জয় পেলে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে ইউক্রেন ও ভেনেজুয়েলার মধ্যকার বিজয়ী দলকে। আর তখন সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আগামী বুধবার (২ অক্টোবর)। অন্যদিকে আর্জেন্টিনা শেষ আটের ম্যাচে জয় পেলে সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার বিজয়ী দলকে। আর তখন সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার (৩ অক্টোবর)। ব্রাজিল ও আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচটিতে জয় তুলে নিতে পারে তাহলে কাঙ্ক্ষিত সুপার ক্লাসিকো ম্যাচ দেখা যাবে ফুটসাল বিশ্বকাপের ফাইনালে। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার (৬ অক্টোবর)। প্রসঙ্গত, ব্রাজিল টুর্নামেন্টটির সর্বোচ্চ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন। যদিও তারা ২০১২ সালের পর আর শিরোপা ঘরে তুলতে পারেনি। সে হিসেবে এক যুগ হয়ে গিয়েছে তাদের শিরোপা খরার। তাই এবার সেই শিরোপা খরা কাটাতে চাচ্ছে তারা। সেই সুযোগও রয়েছে তাদের সামনে। অন্যদিকে আর্জেন্টিনা টুর্নামেন্টটির একটি শিরোপা ঘরে তুলেছে। তাও সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সবশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা শিরোপা জয়ের পথে দুর্দান্ত গতিতে ছুটে চলছে।