ঢাকা   শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জ্বিলকদ ১৪৪৫

পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসব লাইনের মাধ্যমে দেড় হাজার অবৈধ সংযোগ চলতো বলে জানিয়েছে তিতাস। অভিযানে রাতের আঁধারে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা যাতে লাইন নিতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ চারটি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টা থেকে থেকে বিকেল ৫ পর্যন্ত অভিযান উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক। অভিযানে আলীপুরা, ভিটিকান্দি, পৈক্ষারপাড় গ্রামের ৫ কিলোমিটার অবৈধ গ্যাস সঞ্চালন লাইট বিচ্ছিন্ন করা হয়। লাইন দুটির মাধ্যমে প্রায় দেড় হাজার অবৈধ সংযোগ চালু ছিল বলে জানিয়েছে তিতাস। তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, বৈধ গ্রাহকের তুলনায় এই এলাকায় অবৈধ গ্রাহকের সংখ্যা কয়েক গুণ বেশি। এই এলাকায় গ্যাসের সিস্টেম লস প্রায় ৪২ শতাংশ। টানা অভিযান চালিয়ে একের পর এক অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হলেও একটি চক্র কৌশলে রাতের আঁধারে অবৈধ সংযোগ চালু করে ফেলছে। বাধ্য হয়ে গত ২৭ এপ্রিল থেকে গজারিয়া উপজেলার অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছি। এতে কিছু বৈধ গ্রাহক এবং শিল্প কারখানার সাময়িক সমস্যা হলে হচ্ছে। রাতের আঁধারে এখন থেকে কেউ যাতে বিচ্ছিন্ন করার সংযোগ পুনরায় না নিতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। প্রাথমিক পর্যায়ে আজ চারটি সিসিটিভি ক্যামেরায় স্থাপন করলাম। পাশাপাশি গ্যাস চুরি প্রতিরোধে শিল্প কারখানার মালিকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুতই বৈধ গ্রাহকরা গ্যাস পাবেন। আরো উপস্থিত ছিলেন তিতাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান,সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার অ্যান্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম প্রমুখ। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া গত ২৭ এপ্রিল থেকে গজারিয়া উপজেলার অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে রেখেছে তিতাস। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই উপজেলায় বৈধ গ্রাহকদের তুলনায় অবৈধ গ্রাহকদের সংখ্যা বেশি হওয়ায় বাধ্য হয়ে তারা গ্যাস সংযোগ বন্ধ রেখেছে। এর আগেও চলতি বছর ফেব্রুয়ারিতে এই এলাকায় ২০দিন গ্যাস সরবারহ বন্ধ রেখেছিল তিতাস।

সারাদেশ বিভাগের সব খবর

জনপ্রিয়

শিরোনাম

শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হলে শিক্ষকদের সব দাবি পূরণ হবে
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে
কানাডায় পোশাক রপ্তানিতে ২০৩৪ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে
চাহিদাভিত্তিক শ্রমশক্তি গড়তে ৩০ কোটি ডলার দেবে এডিবি
দক্ষিণ আফ্রিকা সফর ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন:শেখ হাসিনা
বুধবার বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার
পদোন্নতি পেলেন স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন
ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
সরকার টিসিবির জন্য ১২১ কোটি ৬৫ লাখ টাকার তেল ও ডাল কিনবে
সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
জামানত বেড়েছে সংরক্ষিত নারী আসনে