ঢাকা   শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জ্বিলকদ ১৪৪৫

নতুন লুকে হোয়াটসঅ্যাপ, যুক্ত হলো যেসব সুবিধা

নতুন লুকে হোয়াটসঅ্যাপ, যুক্ত হলো যেসব সুবিধা

হোয়াটসঅ্যাপে চালু হয়েছে একাধিক নতুন ডিজাইন। এই অ্যাপে এখন ব্যবহারকারীরা পাবেন আরও বেশি ডার্ক মোড। আইওএস এবং অ্যানড্রয়েড - দুই অপারেটিং সিস্টেমেই পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ অ্যাপের নতুন ডিজাইন এবং ফিচার। হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সানে ব্যবহারকারীদের জন্য কী কী চমক রয়েছে, চলুন দেখে নেয়া যাক- হোয়াটসঅ্যাপে ডার্কার ডার্ক মোড হোয়াটসঅ্যাপ এখন আমাদের অনেকেরই প্রায় সারাক্ষণের সঙ্গী। এদিকে বেশিক্ষণ ফোনের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেখলে আপনার চোখের উপর চাপ পড়তে পারে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আরও বেশি ডার্ক মোড এনেছে অ্যাপ কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের চোখে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্যই এই ফিচার চালু করা হচ্ছে। নতুন ডার্ক মোডে ফোনে কম আলো দেওয়া থাকলেও ব্যবহারকারীরা ভালোভাবে হোয়াটসঅ্যাপ দেখতে এবং ব্যবহার করতে পারবেন। তাদের চোখের কোনো অসুবিধা হবে না। আগের মতোই সবুজ রঙের ছোঁয়া রয়েছে। তবে এবারের সবুজ রং একটু আলাদা শেডের। হোয়াটসঅ্যাপের বিভিন্ন আইকন এবং বাটন এসব আইকন এবং বাটনের ডিজাইনেও এসেছে পরিবর্তন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে এসেছে নতুন অ্যানিমেশন এবং নতুন ডিজাইনের ইলাস্ট্রেশন। হোয়াটসঅ্যাপের বিভিন্ন আইকন এবং বাটনের ডিজাইন ও রং পরিবর্তনের ফলে সেগুলো দেখতে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। এসব আইকন, বাটনের ক্ষেত্রে তাদের আকার-আকৃতির দিকেও ব্যবহারকারীদের নজর আকর্ষণ করার বিষয়টিই মাথায় রেখেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার হোয়াটসঅ্যাপে এই ফিচার কিছুদিন আগেই চালু হয়েছে। শুধু মোবাইল ভার্সন নয়, ওয়েব মাধ্যমেও এই ফিচারের পরিষেবা পাবেন ব্যবহারকারীরা। অল, আনরিড, গ্রুপ তিনটি আলাদা চ্যাট ফিল্টার থাকছে হোয়াটসঅ্যাপে। অল বিভাগে থাকবে সব চ্যাট। আনরিড বিভাগে থাকবে সেসব মেসেজ, যেগুলো আপনার পড়া হয়নি। অনেক সময় হোয়াটসঅ্যাপের মেসেজ আমাদের পড়া হয় না। আর অন্যান্য নতুন মেসেজের ভিড়ে ওইসব না পড়া মেসেজ পিছনে হারিয়ে যায়। এই সমস্যা থেকে ইউজারদের মুক্তি দেবে আনরেড চ্যাট ফিল্টার। আর গ্রুপ বিভাগে থাকবে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে আসা মেসেজ। এর ফলেও গ্রুপের বিভিন্ন মেসেজ খুঁজে পেতে সুবিধা হবে। না পড়া হলেও পরে খুঁজে পাওয়া যাবে, হারিয়ে যাবে না।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সব খবর

জনপ্রিয়

শিরোনাম

শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হলে শিক্ষকদের সব দাবি পূরণ হবে
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে
কানাডায় পোশাক রপ্তানিতে ২০৩৪ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে
চাহিদাভিত্তিক শ্রমশক্তি গড়তে ৩০ কোটি ডলার দেবে এডিবি
দক্ষিণ আফ্রিকা সফর ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন:শেখ হাসিনা
বুধবার বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার
পদোন্নতি পেলেন স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন
ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
সরকার টিসিবির জন্য ১২১ কোটি ৬৫ লাখ টাকার তেল ও ডাল কিনবে
সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
জামানত বেড়েছে সংরক্ষিত নারী আসনে