ঢাকা   শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জ্বিলকদ ১৪৪৫

চাহিদাভিত্তিক শ্রমশক্তি গড়তে ৩০ কোটি ডলার দেবে এডিবি

আলোকিত সংবাদ

প্রকাশিত: ১২:৫০, ২৯ আগস্ট ২০২৩

চাহিদাভিত্তিক শ্রমশক্তি গড়তে ৩০ কোটি ডলার দেবে এডিবি

চাহিদাভিত্তিক শ্রমশক্তি গড়তে ৩০ কোটি ডলার দেবে এডিবি

বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরি ও শিল্প খাতে কর্মসংস্থানের জন্য ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এডিবি।
এতে বলা হয়েছে, বাংলাদেশের উৎপাদন খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে এডিবি। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে ৩০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 
এডিবির পক্ষে বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবাউ নিং ও বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক বিভাগের সচিব শরিফা খান চুক্তিটিতে স্বাক্ষর করেছেন।
 
সংস্থাটি জানায়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সম্পৃক্ততায় ২০২৪-২০৪১ মেয়াদে স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করবে। উৎপাদন খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্প খাতে বর্ধিত কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করা এ কর্মসূচির মূল উদ্দেশ্য। অর্থ বিভাগ এ কর্মসূচির তহবিল ব্যবস্থাপনা ও সমন্বয়কের ভূমিকা পালন করবে।
 
এছাড়াও, দুর্বল গোষ্ঠী, যেমন প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার মানুষ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের জন্য বিশেষ দক্ষতা প্রোগ্রাম তৈরি করা হবে এ কর্মসূচির আওতায়। এডিবি জানায়, গার্মেন্টস সেক্টরের যেসব নারী শ্রমিক অটোমেশনের কারণে চাকরি হারানোর উচ্চ ঝুঁকিতে রয়েছে, তাদের জন্য বিকল্প জীবিকা নিশ্চিত করা হবে।
  
জিয়াংবাউ নিং বলেন, ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশকে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। নতুন এ কর্মসূচিটি  বাংলাদেশকে প্রযুক্তি-ভিত্তিক উন্নত দক্ষতা এবং উত্পাদনশীলতাকে বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি শিল্পখাতে প্রতিযোগিতা ও আয় বাড়াবে।
 
উল্লেখ্য, ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্য পদ লাভ করেছে। এরপর থেকে সংস্থাটি তাদের আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে প্রদান করে আসছে।

আ/স

শিরোনাম

শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হলে শিক্ষকদের সব দাবি পূরণ হবে
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে
কানাডায় পোশাক রপ্তানিতে ২০৩৪ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে
চাহিদাভিত্তিক শ্রমশক্তি গড়তে ৩০ কোটি ডলার দেবে এডিবি
দক্ষিণ আফ্রিকা সফর ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন:শেখ হাসিনা
বুধবার বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার
পদোন্নতি পেলেন স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন
ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
সরকার টিসিবির জন্য ১২১ কোটি ৬৫ লাখ টাকার তেল ও ডাল কিনবে
সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
জামানত বেড়েছে সংরক্ষিত নারী আসনে