ঢাকা   শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জ্বিলকদ ১৪৪৫

সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

আলোকিত সংবাদ

প্রকাশিত: ১৪:৩১, ২৯ আগস্ট ২০২৩

সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ১ শতাংশ শেয়ার (মালিকানা) পাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ২০২৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে নাটোরে ড. এম ওয়াজেদ মিয়ার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে অপপ্রচার রোধ ও মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক উদ্যোগটির বিপক্ষে অনেকেই মিথ্যা প্ররোচনা বা নেতিবাচক প্রচার চালাচ্ছে। সরকার কী করেছে, কী করতে যাচ্ছে, কীভাবে মানুষ উপকৃত হবে-বিষয়টি যাতে জনগণের কাছে উপস্থাপন করা হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন তিনি। বলেছেন যে, জনগণ যেন জেনে, শুনে ও বুঝে, কোনো রকম কোনো প্ররোচনা বা উসকানি বা অপপ্রচারে প্রভাবিত না হয় সে ক্ষেত্রে সবাইকে নজর রাখতে বলেছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের বিভিন্ন কথাবার্তা যারা যেখানে বলবেন, তারা এটা জানাবেন, কেউ যদি এটা নিয়ে প্রশ্ন করেন, তা হলে উত্তর দেবেন। তথ্য মন্ত্রণালয় থেকে প্রচারের ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে এটি ব্যাপক প্রচার পায়।


বৈঠকে জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধিত আইনে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, সাধারণ আইনে যেখানে আসনশূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়, এখন থেকে সংরক্ষিত মহিলা আসনে সেটি করতে হবে। আগে সংরক্ষিত মহিলা আসন শূন্য হলে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করতে হতো। ২০১১ সালের মূল আইনে ৪৫টি আসন সংরক্ষিত ছিল, পরবর্তীতে ৫০টি করা হয় যা এই আইনে সন্নিবেশিত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, খসড়াটি ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া বৈঠকে ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা দিতে ‘বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, পুরোনো একটি আইন ছিল। সেটি আপডেট করে বিদ্যমান বাস্তবতার আলোকে সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি, অ্যাগ্রোকেমিক্যাল যে কোম্পানি আছে, তাদের সাহায্য করার জন্য নতুন ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের যদি পেটেন্ট তৈরি হয়, তা হলে তাদের ইউটিলিটি মডেলের মাধ্যমে একটি বিধির আওতায় যেন প্রটেকশন দেওয়া হয়, সেই বিধান রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে কোনো দেশের কোনো আইটেমের পেটেন্ট যদি না পাওয়া যায়, তখন সরকার সিদ্ধান্ত নিয়ে দেশীয় কোনো শিল্প প্রতিষ্ঠানকে ওই আইটেম উৎপাদন করার জন্য অপশন দিতে পারবে। বৈঠকে বাণিজ্য সংগঠনগুলোর নির্বাচনের সময় ছয় মাস বাড়িয়ে এক বছর করে বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন ২০২৩-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

আ/স

শিরোনাম

শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হলে শিক্ষকদের সব দাবি পূরণ হবে
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে
কানাডায় পোশাক রপ্তানিতে ২০৩৪ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে
চাহিদাভিত্তিক শ্রমশক্তি গড়তে ৩০ কোটি ডলার দেবে এডিবি
দক্ষিণ আফ্রিকা সফর ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন:শেখ হাসিনা
বুধবার বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার
পদোন্নতি পেলেন স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন
ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
সরকার টিসিবির জন্য ১২১ কোটি ৬৫ লাখ টাকার তেল ও ডাল কিনবে
সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
জামানত বেড়েছে সংরক্ষিত নারী আসনে