ঢাকা   শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জ্বিলকদ ১৪৪৫

বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে: কৃষিমন্ত্রী

আলোকিত সংবাদ

প্রকাশিত: ১১:২৬, ১৪ জুলাই ২০২৩

বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে: কৃষিমন্ত্রী

বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। এখন যতই সমাবেশ করুক না কেন, এই কবর থেকে তারা আর উঠতে পারবে না।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুলে একটি আমবাগান পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।


কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দেশে অরাজকতা হয়নি। জামায়াত যদি আবার কোনো অরাজকতা সৃষ্টি করে, জ্বালাও-পোড়াও করে তাহলে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা হয়েছিল সেভাবেই তাদের পরাজিত করা হবে। আবার কোনো সন্ত্রাসী কার্যক্রম করলে স্বাধীনতাবিরোধী জামায়াতের শিকড় উপড়ে ফেলা হবে।


তিনি আরো বলেন, বিএনপি ২০০৮ সালের স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন মানেনি। সেদিন থেকেই তারা আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে। ২০১৪ সালে ঘরবাড়িতে আগুন দিয়েছে, ২০১৫ সালে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। বিএনপির সন্ত্রাসী কার্যক্রম পাকবাহিনীর চেয়েও বর্বর, নির্মম ও নিষ্ঠুর।


আব্দুর রাজ্জাক বলেন, উন্নয়নের কারণে দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য দুটি- দেশকে সন্ত্রাসমুক্ত করা এবং শান্তি-সমৃদ্ধির দেশ গড়া। সেই লক্ষ্যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি


এ সময় উপস্থিত ছিলেন- কৃষি সচিব ড. ওয়াহিদা আক্তার, যুগ্ম সচিব (গবেষণা অনুবিভাগ) রেহানা ইয়াসমিন, কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার মো. ছায়েদুল হাসান প্রমুখ।

আ/স

শিরোনাম

শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হলে শিক্ষকদের সব দাবি পূরণ হবে
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে
কানাডায় পোশাক রপ্তানিতে ২০৩৪ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে
চাহিদাভিত্তিক শ্রমশক্তি গড়তে ৩০ কোটি ডলার দেবে এডিবি
দক্ষিণ আফ্রিকা সফর ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন:শেখ হাসিনা
বুধবার বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার
পদোন্নতি পেলেন স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন
ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
সরকার টিসিবির জন্য ১২১ কোটি ৬৫ লাখ টাকার তেল ও ডাল কিনবে
সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
জামানত বেড়েছে সংরক্ষিত নারী আসনে