ঢাকা   শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জ্বিলকদ ১৪৪৫

তীব্র দাবদাহে মাঠে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০২:৩৯, ২ মে ২০২৪

তীব্র দাবদাহে মাঠে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

তীব্র দাবদাহে মাঠে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে তীব্র দাবদাহে ধান কাটতে গিয়ে দুলাল উদ্দিন সরদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার শিমুলিয়া গ্রামের মাঠে মাঝে বোরো ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
নিহত দুলাল উদ্দিন সরদার শিমুলিয়া গ্রামের কশরত আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন হ্যাপি কৃষক দুলাল গরমে অসুস্থ হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের স্বজনরা জানান, কৃষক দুলাল উদ্দিন সরদার সকাল ৮টার দিকে তার বাড়ির কাছে মাঠে ধান কাটতে যান। ধান কাটার একপর্যায়ে সকাল পৌনে ৯টার দিকে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পরে যান। তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন হ্যাপি জানান, কৃষক দুলালকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। তিনি সম্ভবত মাঠের মধ্যেই মারা গেছেন। স্বজনদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তার লো পেশার ছিল বলেও জানান স্বজনরা।

গত ৩ সপ্তাহ ধরে চলমান দাবদাহে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার জেলার বদলগাছী আবহাওয়া অফিসে সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
 

শিরোনাম

শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হলে শিক্ষকদের সব দাবি পূরণ হবে
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে
কানাডায় পোশাক রপ্তানিতে ২০৩৪ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে
চাহিদাভিত্তিক শ্রমশক্তি গড়তে ৩০ কোটি ডলার দেবে এডিবি
দক্ষিণ আফ্রিকা সফর ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন:শেখ হাসিনা
বুধবার বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার
পদোন্নতি পেলেন স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন
ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
সরকার টিসিবির জন্য ১২১ কোটি ৬৫ লাখ টাকার তেল ও ডাল কিনবে
সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
জামানত বেড়েছে সংরক্ষিত নারী আসনে