ঢাকা   শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জ্বিলকদ ১৪৪৫

শুভ জন্মদিন অপি

প্রকাশিত: ২২:০৪, ১ মে ২০২৪

শুভ জন্মদিন অপি

শুভ জন্মদিন অপি

ঢালিউডের প্রিয় মুখ অপি করিম। তার সাবলীল অভিনয় আর মায়াবী চাহনিতে অগুনতি দর্শককে মুগ্ধ করেছেন তিনি। পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংয়েও প্রশংসিত হয়েছেন।  পহেলা মে এই গুণী অভিনেত্রীর জন্মদিন।
১৯৭৯ সালের ১ মে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম সৈয়দা তুহিন আরা অপি করিম। তবে তিনি সবার কাছে অপি করিম নামে পরিচিত। বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

অপি করিম ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জন করেন। এর পর লাক্সের বিজ্ঞাপনে মডেল হয়ে জনপ্রিয়তা পান।

অল্প সময়ের মধ্যে জায়গা পোক্ত করেন নাটক, টেলিছবিতে। তিনি বাংলা টেলিভিশন নাটকে এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া উপস্থাপনা, মঞ্চ, বিজ্ঞাপন, নাচ আবার পড়াশোনা- সব ক্ষেত্রেই তার দ্যুতি ছড়ানো প্রতিভা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আর্কিটেকচারের একজন অনুষদ সদস্যও তিনি।

অপি করিম অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- ছায়াফেরী, থতমত এই শহরে, বাংলাদেশ, কেমন আছো?, ভূতের ভয়, হঠাৎ প্রিয়তমা, সকাল সন্ধ্যা, শুকতারা, আপনজন, সবুজ গ্রাম, তিথির সুখ, অক্ষয় কোম্পানির জুতা, ছায়া চোখ, জলছাপ, সাদাআলো সাদাকালো, যে জীবন ফড়িংয়ের, উত্তম-সুচিত্রা, মান-অভিমান ইত্যাদি।

অপি করিম অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ এবং অপি করিম অভিনীত সর্বশেষ সিনেমা ‘মায়ার জঞ্জাল’। ভারতের পশ্চিমবঙ্গের এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ছবিটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত।

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। ২০১৬ সালে প্রযোজক, নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন এই অভিনেত্রী। এক কন্যা সন্তানের জননী এই অভিনেত্রী।

শিরোনাম

শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হলে শিক্ষকদের সব দাবি পূরণ হবে
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে
কানাডায় পোশাক রপ্তানিতে ২০৩৪ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে
চাহিদাভিত্তিক শ্রমশক্তি গড়তে ৩০ কোটি ডলার দেবে এডিবি
দক্ষিণ আফ্রিকা সফর ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন:শেখ হাসিনা
বুধবার বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার
পদোন্নতি পেলেন স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন
ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
সরকার টিসিবির জন্য ১২১ কোটি ৬৫ লাখ টাকার তেল ও ডাল কিনবে
সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
জামানত বেড়েছে সংরক্ষিত নারী আসনে